হিজরতের সময় আরেকটি ছোট ঘটনা | মদিনায় হিজরত থেকে প্রাপ্ত শিক্ষা | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন, বর্ণিত আছে, মদিনায় যাওয়ার পথে নবিজি (সা) ও আবু বকর (রা) একটি কাফেলার সাক্ষাৎ পান। তখনকার দিনে যাত্রাপথে দুটি কাফেলার মুখোমুখি দেখা হলে তারা পরস্পর কুশল বিনিময় করত, পথের খবরাদি জানার চেষ্টা করত। তা ছাড়া মরুভূমির মাঝখানে কারও দেখা পেলে লোকেরা কথাবার্তা বলার সুযোগ নেবে, সেটাই তো স্বাভাবিক।
হিজরতের সময় আরেকটি ছোট ঘটনা | মদিনায় হিজরত থেকে প্রাপ্ত শিক্ষা | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন
কাফেলাটি অতিক্রম করার সময় তাদের একজন আবু বকরকে (সা) চিনতে পারলেন। সেই ব্যক্তি কুরাইশ ছিলেন না। কাফেলার লোকজন আবু বকরের (আ) সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল। লক্ষণীয়, তারা কুরাইশদের ঘোষিত পুরস্কারের খবরটি জানত না। তাঁরা আবু বকরকে (রা) জিজ্ঞেস করলেন, “আপনার সঙ্গে এই ব্যক্তিটি কে?” আবু বকর (রা) স্বার্থবোধক উত্তর দিলেন, “এই ব্যক্তি আমার পথপ্রদর্শক। ইনি আমাকে সঠিক পথে চলার দিক-নির্দেশনা দিচ্ছেন।

স্বার্থবোধক কথা অসত্য বা মিথ্যা নয়। এখানে আবু বকর (রা) বোঝাতে চেয়েছেন, নবিজি (সা) তাঁকে জান্নাতের পথে দিক-নিদের্শনা দিচ্ছেন; আর কাফেলার লোকজন মনে করল, তিনি ভ্রমণগাইড হিসেবে তাঁকে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাচ্ছেন।
এ থেকে অনুমান করা যায়, আবদুল্লাহ ইবনে উরাইকিত এই ঘটনার আগেই কোনো একটি সময় নবিজি (সা) ও আবু বকরকে (রা) রেখে মক্কায় ফিরে গিয়েছিলেন ।
আরও পড়ূনঃ