আল-সিদ্দিক | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন, একটি অথেনটিক বর্ণনা অনুসারে জানা যায়, নবিজির (সা) মুখ থেকে ইসরার ঘটনা সরাসরি শোনার আগেই আবু বকরের (রা) কাছে সেই খবর পৌঁছে যায়। একজন কুরাইশ ছুটে গিয়ে আবু বকরকে (রা) বলে, “আপনি কি জানেন আপনার সঙ্গী এইমাত্র কী বলেছে? সে দাবি করেছে সে নাকি জেরুসালেমে গিয়ে আবার ফিরে এসেছে; দুই মাসের পথ এক রাতের মধ্যেই!”
আল-সিদ্দিক | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন
জবাবে আবু বকর (রা) বলেন, “তিনি যদি তা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য।” এ থেকে আবু বকরের (রা) নবিজির (সা) প্রতি শুধু অগাধ আস্থাই নয়, তাঁর বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায়। তিনি (আবু বকরের) কিন্তু বলেননি, ‘হ্যাঁ, তিনি গিয়েছিলেন। তিনি বলেছেন, ‘যদি তিনি বলে থাকেন তাহলে এটা সত্য। কারণ, কুরাইশ ব্যক্তিটি তো মিথ্যাও বলতে পারে।

আবু বকরের (রা) কথাটি শুনে কুরাইশ লোকটি বলে, “আপনি কি তাঁর এমন দাবি বিশ্বাস করেন?” আবু বকর (রা) জবাবে বলেন, “সাত আকাশের উপর থেকে তাঁর কাছে ওহি আসার যে দাবি তিনি করেছেন, তা তো এর চেয়েও আশ্চর্যজনক দাবি; আমি তো তাতেও বিশ্বাস করি।” নবিজির (সা) ওপর অকৃত্রিম বিশ্বাস রেখে এভাবে অকপটে সত্য মেনে নেওয়ার কারণে আবু বকরকে (রা) এর পর থেকে ‘আল সিদ্দিক’ (সত্যবাদী) বলা হয়।
আরও পড়ুনঃ
- মিরাজ: নামাজের সংখ্যা পঞ্চাশ থেকে ক্রমশ পাচে নামিয়ে আনার পেছনের প্রজ্ঞা | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে-আরোহণ-2
- ফেরাউনের কন্যার মাশিতাহর কাহিনি | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে-আরোহণ-৩ | রামহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- জান্নাত পরিদর্শন | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে-আরোহণ-৩ | রামহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- জাহান্নাম পরিদর্শন | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে-আরোহণ-৩ | রামহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- মক্কায় প্রত্যাবর্তন | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে-আরোহণ-৩ | রামহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন