ইসরা কখন সংঘটিত হয়েছে? | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১, ইসরা কবে সংঘটিত হয়েছে সে বিষয়ে সাহাবিদের কাছ থেকে কোনো বিবরণ পাওয়া যায়নি। আমরা মূলত তাবেয়িন ও তাবেয়ি তাবেয়িনদের কাছ থেকে এ বিষয়ে জানতে পারি। তবে ইবনে ইসহাকসহ প্রথম দিকের বেশিরভাগ লেখকের মত অনুসারে, ঘটনাটি ঘটেছিল হিজরতের এক বছর আগে। এটিই সবচেয়ে গ্রহণযোগ্য মত। অন্য কিছু স্কলারের মতে, ঘটনাটি হিজরতের দেড়, দুই কিংবা পাঁচ বছর আগে ঘটেছিল।
ইসরা কখন সংঘটিত হয়েছে? | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন
আয়েশার (রা) কাছ থেকে পাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আছে, যা থেকে আমরা ইসরার সময়কাল নিয়ে অন্যান্য মত খণ্ডন করতে পারি। আয়েশার (রা) ভাষ্য অনুসারে, মুসলিমদের জন্য নামাজ ফরজ হওয়ার আগেই খাদিজা (রা) মৃত্যুবরণ করেন। আমরা জানি, ইসরা ও মিরাজের সময়ই আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য নামাজ ফরজ হওয়ার নির্দেশনা আসে। এ থেকে স্পষ্টতই প্রমাণিত হয়, ইসরা ও মিরাজের ঘটনাটি মক্কার যুগের শেষ দেড় বছরের মধ্যে, অর্থাৎ দুঃখের বছরের পরে এবং হিজরতের আগে ঘটেছিল। এটিই সংখ্যাগরিষ্ঠ স্কলারের মত।

ইসরা ঠিক কোন মাসে সংঘটিত হয়েছিল সে বিষয়ে প্রথম যুগের স্কলারদের কাছ থেকে তেমন কিছু জানা যায়নি। কিছু স্কলার বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউস সানি, কেউ বলেছেন রাব, কেউ বলেছেন রমজান, আবার কেউ বা বলেছেন শাওয়াল। কিন্তু এর মধ্যে কোনোটির পক্ষেই সাহাবি কিংবা তাবিয়িন থেকে প্রাপ্ত কোনো প্রমাণ নেই। দিনের কথা তো দূরে থাক, সঠিক মাসটিও আমরা জানি না। প্রায় সব বর্ণনাই এসেছে ঘটনার ২০০ বছর পর থেকে। সাহাবিদের কাছে তারিখ-সংক্রান্ত কোনো রেকর্ড না থাকায় ধারণা করা যায়। যে, এই বিষয়টি তাঁদের ভাবনার মধ্যে ছিল না। অর্থাৎ তাদের কাছে ঘটনার বিবরণ গুরুত্বপূর্ণ ছিল, তারিখ নয় ।
আরও পড়ূনঃ
- আদ্দাসের সাথে কথোপকথন | তায়েফের ঘটনা | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- জিনের রাত | তায়েফের ঘটনা | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- নবিজির (সা) মক্কায় ফিরে আসা | তায়েফের ঘটনা | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন
- পবিত্র কোরানে ইসরা ও মিরাজ | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-১ | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন