কুবায় নবিজি (সা) যে বাড়িতে থেকেছেন | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

কুবায় নবিজি (সা) যে বাড়িতে থেকেছেন | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ,  তিনি করে কুবায় পৌঁছেছিলেন তা আমরা নিশ্চিত করে জানি না। সেই সময় মানুষ দিন-তারিখ নিয়ে তেমন মাথা ঘামাত না। তারিখটি সাধারণভাবে ১২ রবিউল আউয়াল হিসেবে প্রচলিত থাকলেও একাডেমিকভাবে তার কোনো যুক্তিযুক্ততা নেই। প্রথম যুগের সিরাহের গ্রন্থগুলোতে উল্লেখ আছে, নবিজি (সা) ১ রবিউল আউয়াল মক্কা ত্যাগ করেন।

সেই সময় মক্কা থেকে মদিনায় পৌঁছুতে একজন দ্রুতগামী যাত্রীর গড়ে সময় লাগত তিন দিন। আর খুব ধীরগতির কাফেলার সময় লাগত নয় দিন। এখান থেকে সিদ্ধান্তে আসা যায় না যে, সাওর গুহায় অতিবাহিত সময় ২-৩ রাত ধরে নিলেও নবিজির (সা) কুবায় পৌঁছুতে ১২ তারিখ পর্যন্ত লাগার কথা নয়; ৮ বা ৯ তারিখই বেশি গ্রহণযোগ্য। যা-ই হোক তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ৬২২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরের মাসে।

 

কুবায় নবিজি (সা) যে বাড়িতে থেকেছেন | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

কুবায় নবিজি (সা) যে বাড়িতে থেকেছেন | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি, সেই সময়ে মদিনা ছিল ছোট ছোট বিচ্ছিন্ন গ্রাম (জনবসতি) দিয়ে তৈরি। মক্কা থেকে এসে মদিনা শহরে ঢোকার আগের জনপদটি ছিল কুবা। সুতরাং কুবার লোকেরাই নবিজিকে (সা) প্রথম সাক্ষাৎ করতে পেরেছিলেন। কুবাতে পৌঁছে নবিজি (সা) প্রথমে কুলসুম ইবনুল হিদমের বাড়িতে ছিলেন। কুলসুম ছিলেন আমর ইবনে আওফের গোত্রের একজন মুরুব্বিস্থানীয় ব্যক্তি। তিনি ছিলেন নবিজির (সা) আগমনের পরে মদিনায় মৃত্যুবরণকারী প্রথম সাহাবি। নবিজির (সা) মদিনায় আসার আগ পর্যন্ত আল্লাহ তায়ালা তাঁকে বেঁচে থাকার এবং প্রিয় নবির আতিথেয়তা করার সুযোগ দিয়েছিলেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

বর্ণিত আছে, নবিজি (সা) সাদ ইবনে খায়সামার বাড়িতেও অবস্থান করেন। তবে কিছু বর্ণনা অনুসারে তিনি কুলসুমের বাড়িতে রাত কাটাতেন, এবং তারপরে দিনের বেলায় সাদ ইবনে খায়সামার বাড়িতে অবস্থান করতেন। কুলসুম ছিলেন একজন বিবাহিত ব্যক্তি এবং বাড়িতে তাঁর সন্তানসন্ততি ছিল। অন্যদিকে সাদ ছিলেন অবিবাহিত। যেহেতু সাদের বাড়িতে যখন তখন অতিথি আসায় অসুবিধা ছিল না, সেহেতু নবিজি (সা) দিনের বেলায় থাকার জন্য সেই বাড়ি বেছে নিয়েছিলেন। আবু বকর (রা) অন্য একজন আনসারের বাড়িতে থেকেছেন।

 

কুবায় নবিজি (সা) যে বাড়িতে থেকেছেন | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ূনঃ

Leave a Comment