অণুগল্প ১: ‘ওহে মুমিন, তোমার প্রতিশ্রুতি পূরণ করো” | বদরের যুদ্ধের প্রস্তুতি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

অণুগল্প ১: ‘ওহে মুমিন, তোমার প্রতিশ্রুতি পূরণ করো” | বদরের যুদ্ধের প্রস্তুতি, বদরের আগে ঘটে যাওয়া একটি ঘটনা ছিল হুদায়ফা ইবনুল ইয়ামান এবং তাঁর পিতা আল-ইয়ামানের যুদ্ধে অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে। তাঁরা বদরের যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু কুরাইশদেরকে দেওয়া প্রতিশ্রুতির কারণে মুসলিম বাহিনী থেকে তাঁদের বাদ দিতে হয়েছিল।

অণুগল্প ১: ‘ওহে মুমিন, তোমার প্রতিশ্রুতি পূরণ করো” | বদরের যুদ্ধের প্রস্তুতি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

তোমার প্রতিশ্রুতি পূরণ

 

কুরাইশরা একবার এই দুজনকে বন্দি করেছিল এবং হত্যা করতে উদ্যত হয়েছিল। শেষে কুরাইশদের একজন প্রস্তাব দিল, “আসুন আমরা তাদের হত্যা না করে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করি যেন তারা মুহাম্মদের পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে।” উল্লেখ্য, জাহেলি যুগে হুদায়ফার বাবা একটি  অপরাধ করার কারণে তাঁর গোত্রের কাছ থেকে পালিয়ে মদিনায় আসেন। মদিনায় লোকেরা তাঁকে আশ্রয় দিয়েছিল এবং নিজেদের করে নিয়েছিল। নবিজি (সা) মদিনায় আসার পর তিনি ও তার ছেলে ইসলাম গ্রহণ করেন।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সুতরাং কুরাইশরা যখন তাঁদের বন্দি করে, তার আগে থেকে তাঁদের সঙ্গে সরাসরি কোনো বৈরিতা ছিল না। কুরাইশরা বুঝতে পেরেছিল যে তাঁরা নিছক পরিস্থিতির কারণে এমন অবস্থায় পড়েছেন। তখন কুরাইশদের একজনের সহানুভূতি থেকে বলে, “আমরা তোমাদেরকে মেরে ফেলব না, তবে আমাদের প্রতিশ্রুতি দাও যে তোমরা মুহাম্মদের পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না।” মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হুদায়ফা ও তাঁর পিতার সেই প্রতিশ্রুতি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। নবিজি (সা) এই ঘটনা শোনার পর তাঁদের কুরাইশদের বিরুদ্ধে কোনো অভিযানে অংশ নিতে নিষেধ করেছিলেন।

 

অণুগল্প ১: ‘ওহে মুমিন, তোমার প্রতিশ্রুতি পূরণ করো” | বদরের যুদ্ধের প্রস্তুতি | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

এ থেকে আমরা দেখতে পাই, একজন মুসলিম তার প্রতিশ্রুতির বরখেলাপ করতে পারে না। আল্লাহ তায়ালা কোরানে বলেছেন, “হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে।” [সুরা মায়িদা, ৫:১] অর্থাৎ শরিয়ার দৃষ্টিকোণ থেকে কাউকে কথা দিয়ে কথা ভঙ্গ করার অনুমতি নেই। নবিজি (সা) হুদায়ফা ও তাঁর পিতাকে তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছিলেন। তিনি তাঁদের বদরের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেননি ।

আরও পড়ুনঃ

Leave a Comment