সুরা আস সেজদাহ্ পাঠ [ Repetition ] আজকের ভিডিও এর বিষয়। “সুরা আস সেজদাহ্ [ Surah As Sajdah ]” আল-কুরআনের [ Al-Quran ] ৩২তম সূরা বা অধ্যায় [ Surah/Chapter 32], এর আয়াত সংখ্যা ৩০টি। “সুরা আস সেজদাহ্ [ Surah As Sajdah ]” মাক্কী সূরা [ Makki Surah ]।
সুরা আস সেজদাহ্
আস সেজদাহ্ , (আরবি: سورة السجدة, (সিজদা) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৩২ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩০ টি। ১৫ আয়াতের সাজদাহর যে বিষয়বস্তু এসেছে তাকেই এ সূরার শিরোনাম হিসেবে গ্রহণ করা হয়েছে।
সূরার প্রথমার্ধে ওহী, সৃষ্টিকর্তা, মানবজাতির সৃষ্টি, পুনরুত্থান এবং বিচারের দিন সহ ইসলামের কিছু ধর্মতাত্ত্বিক ধারণা রয়েছে। দ্বিতীয়ার্ধে যারা আল্লাহর সামনে “সেজদা করে” এবং যারা আল্লাহর চিহ্ন থেকে “মুখ ফিরিয়ে নেয়” তাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর অধ্যায়ে বনী ইসরাঈলকে এমন লোকদের উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে যারা মূসার মাধ্যমে ঈশ্বরের নির্দেশনা অনুসরণ করে।
تَنۡزِیۡلُ الۡكِتٰبِ لَا رَیۡبَ فِیۡهِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ؕ﴿۲﴾
এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই। আল-বায়ান
এ কিতাব বিশ্বজগতের পালনকর্তার নিকট হতে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই। তাইসিরুল
এই কিতাব জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই। মুজিবুর রহমান
[This is] the revelation of the Book about which there is no doubt from the Lord of the worlds.
اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰىهُ ۚ بَلۡ هُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّكَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰهُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِكَ لَعَلَّهُمۡ یَهۡتَدُوۡنَ ﴿۳﴾
নাকি তারা বলে, ‘সে তা রচনা করেছে?’ বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পার, যাদের কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি। হয়তো তারা হিদায়াত লাভ করবে। আল-বায়ান
তবে তারা কি বলে যে, সে নিজেই তা রচনা করেছে (এবং আল্লাহর নিকট থেকে আগত কিতাব বলে মিথ্যে দাবী করছে, না তা নয়), বরং তা তোমাদের প্রতিপালকের নিকট থেকে (আগত) সত্য যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের কাছে তোমার পূর্বে কোন সকর্তকারী আসেনি, সম্ভবতঃ তারা সঠিকপথ প্রাপ্ত হবে। তাইসিরুল
তাহলে কি তারা বলেঃ এটি সে নিজে রচনা করেছে? না, এটি তোমার রাব্ব হতে আগত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি। হয়তো তারা সৎ পথে চলবে। মুজিবুর রহমান
Or do they say, “He invented it”? Rather, it is the truth from your Lord, [O Muhammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided.
সুরা আস সেজদাহ্ নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ