সূরা আদ দোখান পাঠ [ Repetition ] আজকের ভিডিও এর বিষয়। “সূরা আদ দোখান [ Surah Ad Dukhan ]” আল-কুরআনের [ Al-Quran ] ৪৪তম সূরা বা অধ্যায় [ Surah/Chapter 44], এর আয়াত সংখ্যা ৫৯টি। “সূরা আদ দোখান [ Surah Ad Dukhan ]” মাক্কী সূরা [ Makki Surah ]।
সূরা আদ দোখান
সূরা আদ-দোখান (আরবি: الدخان, আগুনের ধোঁয়া) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৪৪ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫৯ এবং এর রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। সূরা আদ-দোখান মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির দশম আয়াতের يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ বাক্যাংশের دُخَان শব্দটি অনুসারে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে دُخَان (‘দোখান’) শব্দটি আছে এটি সেই সূরা।
حٰمٓ ﴿ۚۛ۱﴾
হা-মীম। আল-বায়ান
হা-মীম। তাইসিরুল
হা মীম। মুজিবুর রহমান
Ha, Meem.
وَ الۡكِتٰبِ الۡمُبِیۡنِ ۙ﴿ۛ۲﴾
সুস্পষ্ট কিতাবের কসম! আল-বায়ান
সুস্পষ্ট কিতাবের কসম! তাইসিরুল
শপথ সুস্পষ্ট কিতাবের। মুজিবুর রহমান
By the clear Book,
اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃٍ مُّبٰرَكَۃٍ اِنَّا كُنَّا مُنۡذِرِیۡنَ ﴿۳﴾
নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। আল-বায়ান
আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী। তাইসিরুল
আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারাক রাতে, আমিতো সতর্ককারী। মুজিবুর রহমান
Indeed, We sent it down during a blessed night. Indeed, We were to warn [mankind].
فِیۡهَا یُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِیۡمٍ ۙ﴿۴﴾
সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়, আল-বায়ান
এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় তাইসিরুল
এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় – মুজিবুর রহমান
On that night is made distinct every precise matter
اَمۡرًا مِّنۡ عِنۡدِنَا ؕ اِنَّا كُنَّا مُرۡسِلِیۡنَ ۚ﴿۵﴾
আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। আল-বায়ান
আমার আদেশক্রমে, আমিই প্রেরণকারী, তাইসিরুল
আমার আদেশক্রমে; আমি রাসূল প্রেরণ করে থাকি – মুজিবুর রহমান
[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger]
সূরা আদ দোখান নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ