[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা ১০ মে | সারা সপ্তাহের খবর

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা ১০ মে -এর খবর দিয়ে শুরু করছি ইসলামিয়া গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা ১০ মে

 

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা ১০ মে | সারা সপ্তাহের খবর

 

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ০২ মে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার কার্যক্রম শেষ করে ১০ মের মধ্যে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পদদলিত হয়ে ইয়েমেনে নিহত ৭৮

রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের দেওয়া অনুদান নিতে এসে পদদলিত হয়ে ইয়েমেনের অন্তত ৭৮ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরও শতাধিক। হুথি কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে।  ২০ এপ্রিল রাজধানী সানার একটি স্কুলে ১০ ডলার পরিমাণ অনুদান পাওয়া আশায় ভড়ি জমায় শত শত বাসিন্দা। প্রত্যক্ষদর্শী আবদেল-রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন বার্তা সংস্থা এপিকে বলেছেন, সশস্ত্র হুথিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় বাতাসে গুলি চালিয়েছিল যা দৃশ্যত একটি বৈদ্যুতিক তারে আঘাত করে। পরে এটি বিস্ফোরিত হয় এবং অপেক্ষাকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

হেঁটে যাচ্ছেন হজে 

কোনো যানবাহনে নয়, বরং হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বসনিয়ার এক মধ্যবয়সী। ইউরোপ থেকে যাত্রা করে এখন তিনি ইরাকের কিরকুকে পৌঁছেছেন। আগামী জুনের শেষদিনে অনুষ্ঠেয় হজের সময় তিনি পবিত্র মক্কায় উপস্থিত হতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।  খবরে বলা হয়, জন্মসূত্রে বসনিয়ার নাগরিক হলেও এনভার বেগানোভিচ ২৮ বছর ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন। এ বছর তিনি হজ পালনের ইচ্ছা করেন। সে জন্য ৫২ বছর বয়সী এনভার পদযাত্রাকেই বেছে নিয়েছেন। পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি হাঁটছেন। এরইমধ্যে ১০টি দেশ অতিক্রম করেছেন এই জুডো ক্রীড়াবিদ।

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

ভারতে হিন্দুত্বের ‘নতুন ল্যাবে’ই বিজেপি কোণঠাসা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশের যে রাজ্যটিকে হালে তাদের ‘হিন্দুত্ব এক্সপেরিমেন্টে’র নতুন পরীক্ষাগার বা ল্যাবরেটরি করে তুলেছিল, সেটি হল দাক্ষিণাত্যের কর্নাটক। আজ পর্যন্ত দক্ষিণ ভারতের শুধু এই একটি রাজ্যেই বিজেপি ক্ষমতায় যেতে পেরেছে। কর্নাটকে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে বিজেপি সরকার সাম্প্রতিককালে যে সব পদক্ষেপ নিয়েছে, পর্যবেক্ষকরা মনে করেন তার অনেকগুলোই রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন বা ‘পোলারাইজেশনে’র লক্ষ্যে নেওয়া।

ভারতে ‘মুসলিম কোটা’ নিয়ে বিতর্ক

সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু মুসলিমদের জন্য ভারতের তেলেঙ্গানা রাজ্যে যে আলাদা সংরক্ষণ বা ‘কোটা’র ব্যবস্থা আছে, তা নিয়ে ভোটের আগে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার হায়দ্রাবাদের কাছে এক জনসভায় মুসলিমদের জন্য এই কোটাকে ‘অসাংবিধানিক’ বলে বর্ণনা করেছেন। বিজেপি তেলেঙ্গানাতে ক্ষমতায় এলে এই কোটা বাতিল করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

 

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমার সময়সীমা ১০ মে | সারা সপ্তাহের খবর

 

 সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় অন্যান্য খরচ ব্যতিত নগদ ১ হাজার ২০০ মার্কিন ডলার লাগবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ২৯ হাজার ৬০০ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের এ সম্পর্কিত প্রজ্ঞাপনের ভিত্তিতে মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে।

ভারত উপমহাদেশের প্রথম মসজিদ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় ৬২৯ সালে ভারত উপমহাদেশের প্রথম মসজিদ নির্মিত হয়। ভারতের কেরালা রাজ্যের কোডুঙ্গাল্লুর জেলায় অবস্থিত এই প্রাচীন মসজিদের নাম চেরামন জুমা মসজিদ। এটি কেরালার সমৃদ্ধ ইতিহাসের অংশ, যা প্রাচীন ভারতের সংস্কৃতির মেলবন্ধনের একটি উদাহরণ। 

আরও পড়ুনঃ

Leave a Comment