কেবলার পরিবর্তন-পটভূমি | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

কেবলার পরিবর্তন-পটভূমি | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা শুরুতে নবিজিকে (সা) বায়তুল মাকদিসের (জেরুসালেম) দিকে মুখ করে নামাজ পড়তে বলেছিলেন। নবিজি (সা) মক্কার পুরো সময় সেভাবেই নামাজ পড়তেন। ইবনে সাদের তাবাকাত এবং আল- হাকিমের মুস্তাদরাকসহ কয়েকটি গ্রন্থে বর্ণিত আছে, নবিজি (সা) মক্কায় থাকাকালে যখন জেরুসালেমের দিকে মুখ দিয়ে নামাজ পড়তেন, তখন কাবাঘরকে তাঁর সামনে রাখতেন। অর্থাৎ তিনি এমনভাবে নামাজে দাঁড়াতেন যে, তাঁর সামনে একই সঙ্গে দুটি কেবলা থাকত: প্রথমে কাবা, বায়তুল মাকদিস। এ থেকে ধারণা করা যায়, তিনি কাবাঘরের মুখোমুখি হয়ে নামাজ পড়তে চাইতেন।

 

কেবলার পরিবর্তন-পটভূমি | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

কেবলার পরিবর্তন-পটভূমি | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

(আনুষঙ্গিক দ্রষ্টব্য: আমরা জানি, ইব্রাহিম (আ) ও ইসমাইল (আ) মক্কাকে পবিত্রতম স্থান হিসেবে গড়ে তোলেন। কিন্তু মক্কা ও কাবা সম্পর্কে ইহুদিদের ধারণা ছিল না। তারা মনে করত, বায়তুল মাকদিসই সবচেয়ে পবিত্র স্থান। আজও তারা মক্কাকে পবিত্র মনে করে না। এক হাদিস অনুসারে, মুসা (আ)সহ ৭০ জনেরও বেশি নবি মক্কায় হজ পালন করেন, কিন্তু তাঁদের অনুসারীরা তা করেনি।)

নবিজি (সা) মদিনায় আসার পর আল্লাহ তায়ালা ইহুদিদের দেখাতে চাইলেন যে, মুহাম্মদই (সা) ইব্রাহিমের (আ) ধর্মের আসল অনুসারী। তিনি (আল্লাহ) মূল কেবলা আবার প্রবর্তন করতে চাইলেন। এখানে উল্লেখ্য, মক্কাই ছিল প্রথম কেবলা। পবিত্র কোরানেও আল্লাহ বলেছেন: “নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ (প্রার্থনাগৃহ) প্রতিষ্ঠিত হয়েছিল, তা ছিল বাক্কায় (মক্কার অপর নাম), তা আশীর্বাদপ্রাপ্ত ও বিশ্বজগতের দিশারি।” [সুরা আল ইমরান, ৩০৯৬]।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও উল্লেখ্য, পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদ কোনটি, সাহাবিদের এই প্রশ্নের উত্তরে নবিজি (সা) বলেছিলেন, ‘বায়তুল্লাহ’ (অর্থাৎ কাবা। আর যখন তাঁকে জিজ্ঞেস করা হয় বায়তুল্লাহর পরে কোনটি, তখন তিনি বলেন, ‘বায়তুল মাকদিস’। এই দুই মসজিদ তৈরির মাঝখানের সময়ের ব্যবধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘চল্লিশ বছর’। ধরে নেওয়া যায়, এই চল্লিশ বছর ছিল ইব্রাহিমের (আ) কাবাঘর নির্মাণের সময় থেকে শুরু করে ইসহাক (আ) কিংবা ইয়াকুব (আ) কর্তৃক বায়তুল মাকদিসের কাঠামো তৈরি করা পর্যন্ত সময়।

 

কেবলার পরিবর্তন-পটভূমি | কেবলা পরিবর্তন ও কোরানের আয়াত রহিতকরণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবি করিম (সা) মদিনায় হিজরত করার পর প্রথমদিকে কেবলা বায়তুল মাকদিসই ছিল। মক্কার অবস্থান ছিল মদিনার দক্ষিণে। আর বায়তুল মাকদিস ছিল মদিনার উত্তর দিকে। সুতরাং আপনি যদি বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে চান, তাহলে তা হবে কাবা যেদিকে তার বিপরীত দিক। ফলে নবিজি (সা) যখন নামাজ পড়ছিলেন তখন তাঁকে কাবার দিকে পেছন ফিরে নামাজ পড়তে হচ্ছিল। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, নাসখ যে শুধু কোরানের ক্ষেত্রে হতে হবে এমন নয়। বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার বিধানটি আল্লাহ তায়ালা সুন্নাহর মাধ্যমে দিয়েছিলেন; এটা কোরানে নেই ।

আরও পড়ুনঃ

Leave a Comment