ইসরা ও মিরাজ মালিক (জাহান্নামের দ্বাররক্ষী) | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-2 | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

ইসরা ও মিরাজ মালিক (জাহান্নামের দ্বাররক্ষী) | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-2, বর্ণিত আছে, নবি করিম (সা) জাহান্নামের-দ্বাররক্ষী মালিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই ঘটনা কোথায় ঘটেছিল তা আমরা নিশ্চিতভাবে জানি না, তবে বায়তুল মাকদিসে কিংবা ঊর্ধ্বলোকে আরোহণের সময় ঘটে থাকতে পারে। পবিত্র কোরানে তাঁর নামের (মালিক) উল্লেখ রয়েছে:

 

ইসরা ও মিরাজ মালিক (জাহান্নামের দ্বাররক্ষী) | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-2 | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

ইসরা ও মিরাজ মালিক (জাহান্নামের দ্বাররক্ষী) | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-2 | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

“তারা আর্তনাদ করে বলবে, ‘হে মালিক (জাহান্নামের-দ্বাররক্ষী)! তোমার প্রতিপালক আমাদের যেন শেষ করে দেন। সে বলবে, ‘নিশ্চয়ই তোমরা তো এভাবেই থাকবে।” [সুরা জুখরুফ, ৪৩:৭৭] জিব্রাইল (আ) নবিজিকে (সা) পরিচয় করিয়ে দিয়ে বললেন, “হে মুহাম্মদ! ইনি মালিক, জাহান্নামের-দ্বাররক্ষী। তাঁকে সালাম দিন।” সুতরাং নবিজি (সা) অভিবাদন জানাতে ঘুরে দাঁড়ালেন। কিন্তু তিনি মুখে কিছু উচ্চারণ করার আগেই মালিকই তাঁকে প্রথম সালাম জানালেন। নবিজি (সা) তাঁকে সালামের জবাব দিলেন ।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

নবিজি (সা) বর্ণনা করেছেন, মালিককে খুবই বিমর্ষ ও গম্ভীর দেখাচ্ছিল। তিনি জিব্রাইলকে (আ) এই বিমর্ষতার কারণ জিজ্ঞেস করলেন। (নবিজির (সা) এই প্রশ্নটি থেকে ধারণা করা যায়, অন্য ফেরেশতাগণ সব সময় তাঁর কাছে খুশি মনে দেখা দিতেন। জিব্রাইল (আ) জবাবে বলেন, “তাঁকে সৃষ্টি করার পর থেকে তিনি কখনও হাসেননি (কিংবা তাঁকে স্মিত মুখে দেখা যায়নি)। তিনি যদি কারও ব্যাপারে খুশি হতেন, তবে তিনি হতেন আপনিই।”

 

ইসরা ও মিরাজ মালিক (জাহান্নামের দ্বাররক্ষী) | রাতের ভ্রমণ এবং ঊর্ধ্বলোকে আরোহণ-2 | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আসলে জাহান্নাম পাহারা দিতে দিতে বিষণ্ণতা তাঁকে স্থায়ীভাবে পেয়ে বসেছে। যদিও নবিজি (সা) জান্নাত ও জাহান্নাম দেখতে গিয়েছিলেন, তিনি কিন্তু মালিকের সঙ্গে জাহান্নামের দ্বারে ‘কর্তব্যরত অবস্থায় দেখা করেননি। বরং তাঁকে সালাম জানাতে মালিককে তাঁর কাছে আনা হয়েছিল। মালিক একজন অভিজাত ফেরেশতা হলেও জাহান্নামের সঙ্গে সম্পর্কিত। আবার নবিজির (সা) সঙ্গে যে জাহান্নামের কোনো সম্পর্ক নেই তা প্রদর্শন করতেই হয়তো মালিকই প্রথমে তাঁকে সালাম জানিয়েছিলেন।

আরও পড়ূনঃ

Leave a Comment