নবিজির সা বাড়ি | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজির সা বাড়ি | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ, মুহাম্মাদ ছিলেন একজন আরবের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। ইসলামি মতবাদ অনুসারে, তিনি হলেন ঐশ্বরিকভাবে প্রেরিত ইসলামের সর্বশেষ নবী (আরবি: النبي‎‎; আন-নাবিয়্যু) তথা ‘বার্তাবাহক’ ও রাসুল (আরবি: الرسول‎‎; আল-রাসুল), যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন অবতীর্ণ হয়। আদম, ইব্রাহিম, মূসা, ঈসা (যিশু) এবং অন্যান্য নবিদের মতোই মুহাম্মদ একেশ্বরবাদী শিক্ষা প্রচার করার জন্য প্রেরিত হয়েছিলেন।

 

নবিজির সা বাড়ি | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

অমুসলিমদের মতে, তিনি ইসলামি জীবনব্যবস্থার প্রবর্তক।অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে, মুহাম্মাদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল ছিলেন, তেমনই রাজনৈতিক জীবনেও।  সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য; বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সাফল্য।কুরআনের পাশাপাশি তার শিক্ষা এবং অনুশীলনগুলো ইসলামি ধর্মীয় বিশ্বাসের ভিত্তি স্থাপন করে।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

নবিজির সা বাড়ি | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

মসজিদুন নববি নির্মাণের কাজ শুরু করার দুই-তিন সপ্তাহ পর নবি করিম (সা) নিজের জন্য বাড়ি তৈরির কাজে হাত দেন। সেই সময় তাঁর দুজন স্ত্রী ছিলেন। সাওদা (রা) ও আয়েশা (রা)। উভয়ের বাড়িই নির্মিত হয়েছিল মসজিদের পাশে। সেই সময় শুধু এই দুটি বাড়িই মসজিদের লাগোয়া ছিল। পরবর্তী কয়েক বছরে নবিজি (সা) তাঁর অন্য স্ত্রীদের বিয়ে করেন। ততদিনে আরও অনেক সাহাবি মসজিদের পাশে বাড়ি তৈরি করেন। সুতরাং তাঁর অন্য স্ত্রীদের বাড়িগুলো মসজি থেকে কিছুটা দূরে পৃথক ব্লকে তৈরি করা হয়েছিল। অর্থাৎ তাদের বাড়িগুলো থেকে মসজিদে প্রবেশপথ ছিল না।

 

নবিজির সা বাড়ি | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ূনঃ

মদিনায় হিজরত: উমর ইবনুল খাত্তাব, আইয়াস ইবনে আবি রাবিয়া ও হিশাম ইবনুল আস | মদিনায় প্রাথমিক পর্যায়ে হিজরত | মহানবী হযরত-মুহাম্মদ ( সাঃ ) জীবন

মুহাম্মাদ

Leave a Comment