আকাঈদের স্বরূপ | আকাঈদ ও ফিকহ

আকাঈদের স্বরূপ আজকের আলোচনার বিষয়। “আকাঈদের স্বরূপ” ক্লাসটি “আকাইদ [Aqeedah]” অধ্যায়ের পাঠ, যা ৮ম শ্রেণীতে [Class- 8] পড়ানো হয়। “আকাঈদের স্বরূপ” পাঠটি “আকাঈদ ও ফিকহ” বিষয়ের অংশ। “আকাইদ [Aqeedah]” বিষয়টিতে বা “১ম অধ্যায় [Chapter- 1]” এ মোট ২টি পাঠ রয়েছে। যার আজ ১ম পাঠটি পড়ানো হয়েছে।

 

আকাঈদের স্বরূপ

 

আকিদা ( আরবি: العقيدة–আল্-আকিদাহ ; বহুবচন: العقائد–আল-আকা’ইদ ), যা ইসলামি ধর্মতত্ত্ব নামেও পরিচিত, হল একটি ইসলামি পরিভাষা, যার অর্থ ‘কিছু মূল ভিত্তির উপর বিশ্বাস স্থাপন’। বিশ্বাস বা ধর্মবিশ্বাস বুঝাতে মুসলিম সমাজে সাধারণত দুইটি শব্দ ব্যবহৃত হয়: ইমান ও আকিদা। তবে কুরআন ও সহিহ হাদিসে সর্বদাই’ঈমান’ শব্দটিই ব্যবহার করা হয়েছে। “আকিদা” ব্যবহৃত হয়নি।

 

মু'রাব মাবনী

 

হিজরি দ্বিতীয় শতক থেকে তাবেয়ীগণ (সাহাবি ছাত্র) ও পরবর্তী যুগেই ঈমামগণ (ধর্মীয় বিশ্লেষক ) ধর্মবিশ্বাসের খুঁটিনাটি বিষয় আলোচনার জন্যেই”ঈমান” ছাড়াও আরো কিছু পরিভাষা ব্যবহার শুরু করেন। এসকল পরিভাষার মধ্যে রয়েছে ‘আল-ফিকহুল আকবার’, ‘ইলমুত তািহীদ’, ‘আস–সুন্নাহ’, ‘আশ-িরীয়াহ’, ‘উসূলুদিদীন’, ‘আলকিদাহাহ’ ইত্যাদি। এসবের মধ্যে ‘আকিদাহ’ শব্দটিই অধিক প্রচলিত।

সামগ্রিক অর্থে আকিদা হল, ইসলামের যেসকল ভিত্তি কিতাব, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ঐক্যমত দ্বারা নির্দেশিত তা নির্দ্বিধায় অন্তর দিয়ে বিশ্বাস করা এবং বিনা বাক্যে মেনে নেওয়া এবং এক্ষেত্রে অন্তরে কোনো ধরনের কপটতার স্থান না দেওয়া। সে সকল বিষয় হল: আল্লাহ, ফেরেশতা, তাঁর কিতাব, তাঁর রসূল, কেয়ামত, তাকদিরের ভালো ও মন্দে বিশ্বাস করা এবং কুরআনে যা কিছু এসেছে তার সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা সেই সাথে নবি (সা.) যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন তা বিনা দ্বিধায় মেনে নেওয়া।

এছাড়াও অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহর একত্ববাদ এবং মহত্ত্ব, তার নির্দেশিত পথে উপাসনা করা, কুফরি বাতিল বা অসত্য হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন, ইসলামে অবিশ্বাসী ও আল্লাহর সাথে অপরকে শরিককারী সকলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন, আল্লাহর সাথে সাক্ষাত হওয়া, তাঁকে দেখা ও হাশরের মাঠে তাঁর পুরস্কার ও পরিণতির প্রতি বিশ্বাস রাখাও আকিদার অন্তর্ভুক্ত।

আকিদাহ শব্দটি এসেছে সেমিটীয় ধাতুমূল ʿআ-ক্ব-দ থেকে, যার অর্থ “বাঁধা, গিঁট বা দেওয়া” (“আকিদাহ” শব্দটি শুধু ইসলামী ঈশ্বরতত্ত্ব/ বিশ্বাসব্যবস্থাকেই বোঝায় না; বরং ইসলামে ‘ঈশ্বরতত্ত্ব’ শব্দটির প্রতিশব্দ হিসেবেও একে ব্যবহার করা হয় এবং সেই অনুযায়ী: “ঈশ্বরতত্ত্ব (আক্বীদাহ) মুসলমানদের সকল বিশ্বাস ও বিশ্বাসব্যবস্থাকে অন্তর্ভূক্ত করে, যার মাঝে নিজেদের সাম্প্রদায়িক পার্থক্যসমূহ এবং দ্বন্দ্বের বিষয়সমূহও অন্তর্ভূক্ত।) প্রচলিত আরবি ভাষায় আকিদা শব্দটি বিশ্বাস বা ধর্মমত বোঝাতে ব্যবহৃত হয়।

 

আকাঈদের স্বরূপ

 

আকাঈদের স্বরূপ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment