আবু জান্দাল ইবনে সুহায়েল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আবু জান্দাল ইবনে সুহায়েল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩, আবু জান্দালের ব্যাপারটি নিয়ে একটু ভাবুন। তিনি এখনও শেকলে বাঁধা। এভাবেই তাঁকে সাড়ে চার বছর ধরে বেঁধে রাখা হয়েছে। তিনি নিশ্চয়ই অনেক আগেই পালিয়ে যাওয়ার উপায় খুঁজেছেন। কিন্তু পালাতে যদি পারতেনও, তারপর যাবেন কোথায়? তাঁর তো কোনো ঘোড়া কিংবা উট নেই, তিনি মক্কা ছেড়ে যাবেন কীভাবে? আরেক সমস্যা হলো, পালিয়ে যাওয়ার সময় তিনি তো শেকল পরা অবস্থায় থাকবেন এবং লোকেরা তাকে সে অবস্থায় দেখতে পাবে।

আবু জান্দাল ইবনে সুহায়েল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আবু জান্দাল ইবনে সুহায়েল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

গত তিন-চার দিন ধরে তিনি শুনছেন যে, মুসলিমরা মক্কার বাইরে শিবির করে আছে। এই পরিস্থিতিতে তিনি কায়দাকানুন করে কোনো একভাবে সেই অন্ধকূপ থেকে বেরিয়ে আসেন। তারপর মুসলিমদের নিরাপত্তার এলাকায় পৌঁছার আশায় সেখান থেকে পালিয়ে যান।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ওদিকে মুসলিম শিবিরে নবি করিম (সা) এবং সুহায়েল যখন চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছেন, ঠিক তখনই তাঁরা আবু জান্দালের শেকলের শব্দ শুনতে পেলেন। দূরে তাঁরা তার চিৎকার শুনতে পেলেন, “ও মুসলিম, অবশেষে আমি তোমাদের খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ!” তিনি জানেন না যে, তাঁর নিজের পিতাই সেখানে নবিজির (সা) সঙ্গে বসে আলোচনা করছে, আর যে শর্ত নিয়ে আলোচনা চলছে তা তার নিজের মুক্তির সাথেই সম্পর্কিত । আবু জান্দালকে দেখে সুহায়েল নবিজির (সা) দিকে ফিরে বলল, ‘এটাই প্রথম যার ওপর এই শর্ত প্রযোজ্য হবে।”

 

আবু জান্দাল ইবনে সুহায়েল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আরও পড়ুনঃ

Leave a Comment