আল্লাহ তায়ালা আজকের আলোচনার বিষয়। “الله ( আল্লাহ ) [ Allah ]” ক্লাসটি “আরবি ১ম পত্র [ Arabic 1st paper ]” বিষয়ের পাঠ, যা ৮ম শ্রেণীতে [Class- 8] পড়ানো হয়। “الله ( আল্লাহ ) [ Allah ]” পাঠটি “আরবি ১ম পত্রে [Arabic 1st paper]” বিষয়টি বা “৩য় পাঠ [ lesson 3 ]” এ পড়ানো হয়।
আল্লাহ তায়ালা
আল্লাহ (আরবি: الله, আইপিএ: [ʔaɫ.ɫaːh] () ⓘ) একটি আরবি শব্দ। এটি ইব্রাহিমীয় ধর্মসমূহে সৃষ্টিকর্তা বুঝাতে ব্যবহৃত হয়। বাংলা ভাষায়, শব্দটি সাধারণত ইসলাম ধর্মে স্রষ্টাকে বুঝায়। ‘আল্লাহ’ শব্দটি ‘আল’ ও ‘ইলাহ’ (الإله) এর সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে উদ্ভূত বলে মনে করা হয়। এটি ভাষাগতভাবে হিব্রু এবং আরামীয় ভাষায় ঈশ্বরের প্রতিশব্দ ‘এল’ (এলোহিম) ও ‘এলাহ’ এর সাথে সম্পর্কিত।

ইসলাম-পূর্ব সময় থেকে আরবের বিভিন্ন ধর্মের লোকেরা ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে আসছে। সুনির্দিষ্টভাবে, স্রষ্টা বুঝাতে মুসলিমগণ (আরব ও অনারব উভয়) ও আরব খ্রিস্টানগণ এই শব্দটি ব্যবহার করে থাকে। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে থাকে। পশ্চিম মালয়েশিয়ায় খ্রিস্টান ও শিখদের ‘আল্লাহ’ শব্দটির ব্যবহার সম্প্রতি রাজনৈতিক ও আইনগত বিতর্কের সৃষ্টি করেছে।
“আল্লাহ” শব্দটির ব্যুৎপত্তি নিয়ে ধ্রুপদী আরব ভাষাতত্ত্ববিদগণ ব্যাপক আলোচনা করেছেন। বাসরা বিদ্যালয়ের ব্যাকরণবিদগণ এই শব্দটিকে “স্বতঃস্ফূর্তভাবে” গঠিত শব্দ বা “লাহ” (ক্রিয়ামূল “লিহ” থেকে আগত) এর একটি নির্দিষ্ট রূপ হিসেবে বিবেচনা করেন। অন্যরা ধারণা করেন শব্দটি সিরিয়াক বা হিব্রু থেকে এসেছে। কিন্তু বেশিরভাগ ভাষাতত্ত্ববিদ আরবি ভাষার নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক “আল” ও “ইলাহ” এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে “আল্লাহ” শব্দটি উদ্ভূত বলে মনে করেন। আধুনিক পণ্ডিতদের অধিকাংশই এই তত্ত্বটি সমর্থন করেন এবং সিরিয়াক বা হিব্রু থেকে আগত হওয়ার ধারণাটি সন্দেহের সাথে দেখেন।
“আল্লাহ” শব্দটির সমজাতীয় (একই মূল বিশিষ্ট) শব্দ হিব্রু ও আরামীয় ভাষাসহ অন্যান্য সেমিটিক ভাষায় বিদ্যমান। শব্দটির আরামীয় রূপ হলো “এলাহ” (אלה), কিন্তু নির্দিষ্ট রূপ “এলাহা” (אלהא)। এটি প্রাচীন আরামীয় ভাষায় “এলাহা” (ܐܠܗܐ) ও সিরিয়াক ভাষায় “আলাহা” (ܐܲܠܵܗܵܐ) হিসেবে ব্যবহৃত হয়েছে যা আসিরীয় খ্রিস্টানগণ ব্যবহার করে। কিন্তু উভয় ভাষাতেই এর অর্থ “স্রষ্টা”। প্রাচীন হিব্রু ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন “এলোহিম” (אלהים) এবং কদাচিৎ একবচন “এলোয়া” (אלוהּ) ব্যবহৃত হয়েছে।
‘আল্লাহ’ শব্দের দ্বিতীয় অক্ষর লাম (ل) কয়েক ভাবে উচ্চারিত হয়। এই শব্দটির পূর্ববর্তী অক্ষরে জবর বা পেশ থাকলে ‘লাম’ ভাবগম্ভীর স্বরে উচ্চারিত হয়। আবার যদি পূর্ববর্তী অক্ষরে জের থাকে তাহলে ‘লাম’ হালকা স্বরে উচ্চারিত হয় (যেমন: বিসমিল্লাহ)।
আল্লাহ তায়ালা নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ