মসজিদে নববীর সাবেক ইমামের ইন্তেকাল -এর খবর দিয়ে শুরু করছি ইসলামিয়া গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
মসজিদে নববীর সাবেক ইমামের ইন্তেকাল

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। মাগরিবের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আল আরাবিয়ার খবরে বলা হয়, গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।
প্রেসিডেন্ট সাদ্দামের রক্তে কোরআন লিখেছিলেন যিনি
বিশ্বের অন্যতম শীর্ষ আরবি ক্যালিগ্রাফার আব্বাস আল-বাগদাদি ২ মে মঙ্গলবার ইন্তেকাল করেছেন। বিশ্বজুড়ে আরবি লিপি ও ক্যালিগ্রাফি চর্চাকারীদের কাছে আস্থার ঠিকানা ছিলেন তিনি। ক্ল্যাসিক্যাল ধারার নিখুঁত ক্যালিগ্রাফি তৈরি করে খ্যাতি অর্জন করেন। আরবি শিল্পকলায় তাঁর অসামান্য অবদান এবং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের কারণে একাধিকবার বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলমানের তালিকায় স্থান পেয়েছেন।

হজযাত্রীদের স্বাগত জানাতে ৬টি বিমানবন্দর প্রস্তুত করলো সৌদি
সৌদি আরব ঘোষণা করেছে যে তারা প্রথমবারের মতো হজযাত্রীদের স্বাগত জানাতে এ বছর হজের জন্য ছয়টি বিমানবন্দর বরাদ্দ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এবারের হজে ২০ লাখের বেশি লোকের অংশগ্রহণের আশা করা হচ্ছে। বিভিন্ন দেশের ১২ লাখের বেশি হজযাত্রীর আনা-নেওয়ায় ১৭৬টির বেশি বিমান থাকবে।
আগামী ২১ মে মদিনার মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজের প্রথম ফ্লাইট এসে পৌঁছবে। গত ৪ মে জেদ্দায় অনুষ্ঠিত হজপরিকল্পনা বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মুসলিম বিশ্বের নতুন সাংস্কৃতিক রাজধানী মারাকেশ
২০২৪ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হবে মরক্কোর মারাকেশ শহর। গত ২ মে এই ঘোষণা দেন দেশটির যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মেহদি বিনসাইদ। ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) আয়োজিত ‘রাবাত মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী ২০২২’ সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এই ঘোষণা দেন। ১৯৮৫ সালে ইউনেসকো মারাকেশ শহরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। রেড সিটি খ্যাত মারাকেশ শহর মরক্কোর অন্যতম পর্যটনকেন্দ্র। এখানে রয়েছে আন্দালুসিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি ঐতিহ্যবাহী মসজিদ ও প্রাসাদ।
বই কেনার জন্য ঋণ দিচ্ছে মিশর
কিস্তিতে গাড়ি বা ওয়াশিং মেশিনের মতো দামী জিনিস কিনে অভ্যস্ত মিশরীয়রা এবার কিস্তিতে বই কিনতে পারবেন। আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেফসাফা প্রকাশনা হাউজের মোহাম্মদ এল-বালি বলেছেন, ” মিশরে এখন বই একটি বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। এটি খাবারের মতো একটি মৌলিক চাহিদার পণ্য নয় এবং মানুষ বিলাসি পণ্য কিনছে না।” তিনি কায়রো আন্তর্জাতিক বইমেলা থেকে কথা বলছিলেন। এটি এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত বছর প্রায় ২০ লাখ মানুষ এই মেলায় এসেছিলেন।
আরও পড়ুনঃ