ইরাবের প্রকার আজকের আলোচনার বিষয়। “ইরাবের প্রকার [ Types of Irab ]” ক্লাসটি “ইল্মুন নাহ্ব [Ilmun Nahab]” বিষয়ক আজ ১৭তম ক্লাস।
Table of Contents
ইরাবের প্রকার
উপস্থাপনা :
আরবি ভাষায় إِعْرَابُএর ভূমিকা গুরুত্বপূর্ণ। যার ইরাব শুদ্ধ নয়, সে শ্রোতাকে স্বীয় বক্তব্য বোঝাতে ভুল করবে। নিম্নে إِعْرَابُএর প্রকার, عَامِلও مَحَلَ إِعْرَابُ সম্পর্কে আলোচনা করা হলো ।

إِعْرَابُ -এর পরিচয় :
ক. إِعْرَابُ -এর আভিধানিক অর্থ :
إِعْرَابُ শব্দটি বাবে افعال -এর মাসদার। এর আভিধানিক অর্থ- 1., الإظهار তথা প্রকাশ করা। ২. البيان তথা বর্ণনা করা। ৩. ازالة الْفَسَادِ والالتباس তথা বিশৃঙ্খলা ও সংমিশ্রণ দূরীভূত করা ।
খ. إِعْرَابُ এর পারিভাষিক সংজ্ঞা :
১. هِدَايَةِ النَّحْو গ্রন্থকার বলেন- الْإِعْرَابُ مَا به يَخْتَلِف اخر المعرب
অর্থাৎ, যে চিহ্ন দ্বারা ইসমে মুরাবের শেষে পরিবর্তন হয়, তাকে إِعْرَابُ বলে।
২. كَافية গ্রন্থকার বলেন- هوَمَا اخْتَلَفَ اَخِرُ الْكَلِمَة به
অর্থাৎ, যা দ্বারা শব্দের শেষে পরিবর্তন সাধিত হয়, তাকে إِعْرَابُ বলে ।
৩. مذكرات فِى النَّحْو والصرف গ্রন্থকার বলেন- هُوَ اثر ظَاهِر أَو مُقَدَر يَجْلِيُّ الْعَامِلُ فِي أَخِرِ الْكَلِمَاتِ
অর্থাৎ, إِعْرَابُ হলো এমন একটি প্রকাশ্য বা অপ্রকাশ্য চিহ্ন, যাকে আমেল শব্দের শেষে টেনে নিয়ে আসে।
৪. مَوْسُوعَةِ النَّحْوِ والصَّرْفِ وَالْإِعْرَابِ গ্রন্থকার বলেন هُوَ تَغْبِيرُ أَوَاخِرِ الْكَلِمَاتِ لَفْظًا أَوْ تَقْدِيرًا
অর্থাৎ, إِعْرَابُ হলো শব্দের শেষে প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে পরিবর্তন করা ।
إِعْرَابُ এর প্রকার :
إِسْمِ এর إِعْرَابُ তিন প্রকার। যথা-
১. رفع,২. نَّصْبُ,৩. جر
عَامِلِ-এর পরিচয়:
নাহুবিদদের পরিভাষায়- عَامِل هُوَ مَا يُعْصَلُ ِبهِ الرَفَعُ والنصب والجر
অর্থাৎ, عَامِلহলো, যার কারণে رفع , نَّصْبُ, جر – হয়। যেমন- ذَهَبَ مَاجِدٌ
এখানে مَاجِدٌ এর رفع প্রদানকারী عَامِلِ হলো ذَهَبَ
مَحَلَ إِعْرَابُ এর পরিচয় :
নাহুবিদদের পরিভাষায় : محل الْأَعْرَابِ مِنَ الْإِسْمِ هُوَ الْحَرْفُ الأخير
অর্থাৎ, ইসমের مَحَلَ إِعْرَابُ হলো শেষ হরফটি। যেমন- نَجح الطَّالِبُএখানে الطَّالِبُশব্দের باءহরফটি হলো مَحَلَ إِعْرَابُ
উপসংহার:
إِعْرَابُপ্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে হয়ে থাকে। তাই আমাদের আরবি বলা ও লেখার ক্ষেত্রে ইরাবের প্রতি অবশ্যই লক্ষ রাখতে হবে।

ইরাবের প্রকার নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ