ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায় । সারা সপ্তাহের খবর

ইসলামিয়া গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয়ঃ  ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায়, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের কিছু ইঙ্গিত, রমজানে সাহ্‌রি ও ইফতারের সময়সূচি দিল ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় সংস্কৃতি গ্রহণে ইসলামের নীতিমালা, অজুর পাঁচ আত্মিক উপকার, ইসলামে ইমান এবং নামাজের পরই জাকাতের ওপর গুরুত্ব

 

ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায় । সারা সপ্তাহের খবর

ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায় । সারা সপ্তাহের খবর

 

ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায়

ব্রাজিলের সাওপাওলোতে স্থাপিত হবে ইসলামি বিশ্ববিদ্যালয়। এর ফলে ওই অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীরা দূরের দেশে যাওয়া ছাড়াই ইসলামি জ্ঞান অর্জনে সমর্থ হবে। সম্প্রতি ব্রাজিলের সাওপাওলো শহরে লাতিন আমেরিকান ইসলামিক অ্যাসোসিয়েশনগুলো মিনেসোটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ব্যাপারে এক চুক্তিতে সই করে।

এই বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। শেখ আবদুল হামিদ মেটওয়ালি এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং একাডেমিক পরিচালক হবেন। পরিচালক আবদুল হামিদের মতে, ‘আমরা মানুষকে ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যে শিক্ষিত করতে চাই। যে শিক্ষার্থীরা এই ধরনের পথ অনুসরণ করতে চায়, তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হবে এখানে।’ লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে দিন দিন ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এমতাবস্থায় তাদের সঠিক জ্ঞান দেওয়ার জন্য একাডেমিক ভিত্তি দরকার।

জান্নাতে যাওয়ার জন্য কোরআনের কিছু ইঙ্গিত

মৃত্যুর পর সবাই বেহেশতে যাওয়ার প্রত্যাশা করেন। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেসব কাজ করলে শেষ বিচারের দিনে বেহেশত প্রত্যাশা করা যায়, তার কিছু ইঙ্গিত কোরআনে দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, ‘অবশ্যই সফলকাম হয়েছে বিশ্বাসীরা।

যারা নিজেদের নামাজে বিনয়–নম্র, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, যারা জাকাতদানে সক্রিয় এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে নিজেদের স্ত্রী বা ডান হাতের তাঁবের দাসীদের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না। অবশ্য কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘন করবে। আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আর যারা নিজদের নামাজে যত্নবান, তারাই হবে অধিকারী। অধিকারী হবে ফিরদাউসের যেখানে ওরা চিরকাল থাকবে।’ (সুরা মুমিনুন আয়াত: ১–১১)

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

নামাজের সব নিয়ম ঠিকমতো আদায় করতে হবে। মন দিয়ে নামাজ পড়তে হবে। রুকু-সিজদা থেকে শুরু করে নামাজে কোনো তাড়াহুড়ো করা যাবে না। অনর্থক বিষয়, যেমন কুৎসা ও প্রতারণা দুনিয়া ও আখিরাতের সব জায়গায় অকল্যাণ বয়ে আনে। এ ধরনের কাজ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে এবং মৃত্যুর বাস্তবতা ভুলিয়ে দেয়। তাই এসব কার্যকলাপ বর্জন করতে হবে। সব সমর্থ মুসলমানের জন্য জাকাত ফরজ হয়েছে। সে বিষয়ে হিসাব রাখতে হবে এবং যথাযথ নিয়মে জাকাত দিতে হবে।

রমজানে সাহ্‌রি ও ইফতারের সময়সূচি দিল ইসলামিক ফাউন্ডেশন

পবিত্র রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকা শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ফাউন্ডেশন। জানানো হয়েছে, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহ্‌রি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন, আগামী ২৪ মার্চ থেকে রমজান মাসের শুরু হতে পারে। তবে ১ রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় জানানো হয়েছে।

 

ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায় । সারা সপ্তাহের খবর

 

স্থনীয় সংস্কৃতি গ্রহণে ইসলামের নীতিমালা

পৃথিবীতে মহান আল্লাহ মানবজাতিকে ভাষা, বর্ণ ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ প্রেরণ করেছেন। মানবসভ্যতার এই বিপুল বৈচিত্র্য মহান আল্লাহর নিদর্শন ও কুদরতেরই বহিঃপ্রকাশ। এ জন্য ইসলাম ভাষা, বর্ণ ও সংস্কৃতির এই বৈচিত্র্য রক্ষার তাগিদ দিয়ে থাকে। তবে কোনো জাতির সংস্কৃতি গ্রহণে ইসলাম অবশ্যই যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়। নিম্নে স্থানীয় সংস্কৃতি গ্রহণে ইসলামী শরিয়তের নীতিমালা তুলে ধরা হলো।

সাংস্কৃতিক বৈচিত্র্য আল্লাহর দান : মানবসমাজে যে বর্ণিল ও বৈচিত্র্যময় সংস্কৃতি বিদ্যমান ইসলাম তাকে আল্লাহর কুদরতের নিদর্শন মনে করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য শরিয়ত ও স্পষ্ট জীবনপ্রণালি দান করেছি। (সুরা মায়িদা, আয়াত : ৪৮)

১. যাচাই করা : ইসলাম সাংস্কৃতিক ঐক্যের আহ্বান জানায়, তবে যেকোনো সংস্কৃতি গ্রহণের আগে তা যাচাই করতে বলে। 

২. কল্যাণকর সংস্কৃতি গ্রহণ : সংস্কৃতি যদি কল্যাণকর হয়, তবে তা গ্রহণ করতে ইসলামী শরিয়তে কোনো বাধা নেই।

৩. সুযোগ থাকলে সংশোধন করা : স্থানীয় সংস্কৃতি ও সামাজিক রীতি যদি সংশোধনযোগ্য হয়, তবে তা সংশোধন করে নেওয়াই ইসলামের রীতি। 

৪. বিরোধপূর্ণ হলে প্রত্যাখ্যান : স্থানীয় সংস্কৃতি যদি ইসলামী মূল্যবোধ ও পরিপন্থী হয়, যদি তা উম্মাহর অনুসরণীয় রীতিবিরুদ্ধ হয়, তবে তা প্রত্যাখ্যান করতে হবে। 

৫. সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষা : ইসলাম স্থানীয় সংস্কৃতির ব্যাপারে উদার মনোভাব পোষণ করলেও মুসলমানের পরিচয় নির্ণায়ক সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষার তাগিদ দেয়। 

অজুর পাঁচ আত্মিক উপকার

১. পাপমুক্তি 

২. পাপের প্রভাব দূর

৩. অন্তরে আলো লাভ

৪. শয়তানের প্রভাব থেকে মুক্তি 

৫. ঈমানের পূর্ণতা লাভ

 

ইসলামি বিশ্ববিদ্যালয় হচ্ছে লাতিন আমেরিকায় । সারা সপ্তাহের খবর

 

ইসলামে ইমান এবং নামাজের পরই জাকাতের ওপর গুরুত্ব

জাকাত  আরবি শব্দটির অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। ইসলামে বাধ্যতামূলক ধর্মীয় দান অর্থেই জাকাত শব্দটি ব্যবহৃত হয়। কোনো মুসলমানের ধনসম্পদ থেকে তার নিজের ও পরিবারের সারা বছরের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর নির্ধারিত পরিমাণে অবশিষ্ট থাকলে এবং ওই ধনসম্পদ তার মালিকানায় এক বছর মেয়াদে স্থায়ী থাকলে বছর পূর্ণ হওয়ার পর সেই সম্পদের নির্দিষ্ট পরিমাণ অংশ শরিয়া-নির্ধারিত খাতগুলোয় প্রদান করাকে জাকাত বলা হয়।

যেমন, পবিত্র কোরআনের সুরা জারিয়াত-এর ১৯ আয়াতে বলা হয়েছে, ‘আর তাদের (সম্পদশালীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে।’ এভাবে জাকাতের মাধ্যমে সামর্থ্যবানদের ধনসম্পদের কিছু অংশ ব্যয়ের ফলে তাদের অবশিষ্ট ধনসম্পদ পবিত্র হয়। সুরা তওবার ১০৩ আয়াতে বলা হয়েছে, ‘তুমি ওদের ধনসম্পদ থেকে সদকা আদায় করো, এর দ্বারা তুমি তাদের পবিত্র করে দেবে।’ জাকাত শব্দের অপর অর্থ বৃদ্ধি। বস্তুত, জাকাত প্রদান করলে ধনসম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়।

পবিত্র কোরআনের সুরা রুম-এর ৩৯ আয়াতে বলা হয়েছে, ‘ধনসম্পদ বৃদ্ধির জন্য তোমরা যা সুদে দিয়ে থাকো তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। কিন্তু তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জাকাত দাও, তাদের ধনসম্পদ বহুগুণে বৃদ্ধি পায়।’

আরও দেখুনঃ

Leave a Comment