৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

আধুনিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ শাখা হলো জীববিজ্ঞান। এটি এমন একটি বিষয়, যা জীবনের গভীর রহস্য, প্রাণীর গঠন, বৃদ্ধি, প্রজনন, বাসস্থান, রোগপ্রতিরোধ এবং জীবের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে। জীববিজ্ঞান শেখার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রাণিজগত সম্পর্কে নয়, বরং নিজেদের দেহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কেও সচেতনতা অর্জন করে।

দাখিল স্তরের শিক্ষার্থীদের মানসিক পরিপক্বতা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং বাস্তব জীবনের প্রয়োজন বিবেচনায় রেখে এই পাঠ্যপুস্তকটি ২০২৩ সালের শিক্ষাক্রম অনুযায়ী যুগোপযোগী করে তৈরি করা হয়েছে। পাঠ্যবইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, বিশ্লেষণী ক্ষমতা এবং গবেষণার প্রতি আগ্রহ গড়ে তুলতে পারে।

এই পাঠ্যবইয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে সৃষ্টিকর্তার মহত্ব, প্রাণ ও জীবনের বৈচিত্র্য, এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে, যা একজন আদর্শ ও জ্ঞাননির্ভর ধর্মীয় মনোভাবসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের সহায়তা করবে।

পাঠ্যবইটির বিষয়বস্তু সহজ, সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি অধ্যায়ে চিত্র, সারণি, কার্যক্রম ও অনুশীলনীর মাধ্যমে বিষয়বস্তুকে আরও জীবন্ত ও বোধগম্য করা হয়েছে।

আমরা আশা করি, শিক্ষার্থীরা এই পাঠ্যবইয়ের মাধ্যমে জীববিজ্ঞান বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে এবং ভবিষ্যতে একজন জ্ঞানী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

 

 

জীববিজ্ঞান শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে জীবন ও তার পরিবেশ সম্পর্কে তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষা গ্রহণ। জীববিজ্ঞানকে বোঝার জন্য বৈজ্ঞানিক ধারণা ও তত্ত্বের পাশাপাশি জীবনভিত্তিক প্রায়োগিক ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়ায় জীববিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং ব্যক্তি, সমাজ ও মানব কল্যাণে অবদান রাখতে দক্ষতা অর্জন করবে। সেই সাথে জীবনের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি হবে এবং তারা জীব সংরক্ষণে উদ্বুদ্ধ হবে।

জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ে বিভিন্ন ধরনের কাজ রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করার মাধ্যমে সংশ্লিষ্ট পাঠটি সহজেই বুঝতে পারে। হাতে কলমে কাজ করার ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করা যায়। বিষয়টি শিক্ষার্থীদের কাছে সহজপাঠ্য, আকর্ষণীয় ও সহজবোধ্য করার জন্য ২০১৭ সালে পাঠ্যপুস্তকটিতে পরিমার্জন, সংযোজন ও পরিবর্ধন করা হয়েছে।

জীব বিজ্ঞান সূচিপত্র

প্ৰথম অধ্যায়:  জীবন পাঠ

  • জীববিজ্ঞানের ধারণা
  • জীববিজ্ঞানের শাখাগুলো
  • ভৌত জীববিজ্ঞান
  • ফলিত জীববিজ্ঞান
  • জীবের শ্রেণিবিন্যাস
  • জীবের শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য
  • শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ
  • দ্বিপদ নামকরণ পদ্ধতি
  • জীবন পাঠ অধ্যায়ের অনুশীলনী

দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু

  • জীবকোষের ধারনা
  • কোষের প্রকারভেদ
  • উদ্ভিদ ও প্রাণিকোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ
  • কোষঝিল্লি বা প্লাজমালেমা
  • বিন্নিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু
  • নিউক্লিয়াস বা কেন্দ্রিকা
  • উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনার বিভিন্ন প্রকার কোষের ভূমিকা
  • প্রাণিটিস্যু বলতে কি বুঝায়?
  • অঙ্গ ও তন্ত্র
  • অণুবীক্ষণ যন্ত্ৰ
  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্ৰ
  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার
  • জীবকোষ ও টিস্যু অধ্যায়ের অনুশীলনী

তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন

  • কোষ বিভাজন এবং তার প্রকারভেদ
  • মাইটোসিস কোষ
  • মাইটোসিসের গুরুত্ব
  • মিয়োসিস কোষ
  • কোষ বিভাজন অধ্যায়ের অনুশীলনী

চতুর্থ অধ্যায়: জীবনীশক্তি

  • জীবনীশক্তি ও ATP-এর ভূমিকা
  • সালোকসংশ্লেষণের ধারনা
  • সালোকসংশ্লেষণের প্রক্রিয়া
  • সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা
  • সালোকসংশ্লেষণের প্রভাবক
  • জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব
  • শ্বসন প্রক্রিয়া
  • শ্বসনের প্রকারভেদ
  • শ্বসন প্রক্রিয়ার প্রভাবকসমূহ
  • শ্বসনের গুরুত্ব
  • জীবনীশক্তি অধ্যায়ের অনুশীলনী

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

পঞ্চম  অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক

  • উদ্ভিদের খনিজ পুষ্টি
  • পুষ্টি উপাদানের উৎস এবং ভূমিকা
  • পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ
  • প্রাণীর খাদ্য ও পুষ্টি
  • আদর্শ খাদ্য পিরামিড
  • খাদ্য গ্রহণের নীতিমালা
  • সুষম খাদ্যের তালিকা তৈরি
  • পুষ্টির অভাবজনিত রোগ
  • পুষ্টির উপাদানে শক্তি
  • পুষ্টির উপাদানে তাপশক্তি নির্ণয়
  • বিএমআর এবং বিএমআই
  • শরীরচর্চা ও বিশ্রাম
  • খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার
  • খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার
  • খাদ্যে ভেজাল ও রঞ্জকের ব্যবহার
  • স্বাস্থ্যঝুঁকির কয়েকটি ক্ষতিকারক দিক

ষষ্ঠ  অধ্যায়: জীবে পরিবহণ

সপ্তম অধ্যায়:  গ্যাসীয় বিনিময়

অষ্টম অধ্যায়:  রেচন প্রক্রিয়া

নবম অধ্যায়: দৃঢ়তা প্রদান ও চলন

দশম  অধ্যায়: সমন্বয়

একাদশ  অধ্যায়: জীবের প্রজনন

দ্বাদশ  অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন

ত্রয়োদশ  অধ্যায়: জীবের পরিবেশ

 

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের জীব বিজ্ঞান ২০২৩

 

চতুর্দশ অধ্যায়:  জীবপ্রযুক্তি

আরও দেখুনঃ

Leave a Comment