৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

বর্তমান যুগকে তথ্যপ্রযুক্তির যুগ বলা হয়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, ব্যবসা, এবং যোগাযোগের ধরন অনেকটাই পরিবর্তিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে উদ্বুদ্ধ করে।

৯ম ও ১০ম শ্রেণির দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যক্রম শিক্ষার্থীদের মৌলিক কম্পিউটার ধারণা থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। এতে তারা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ই-মেইল, ডাটা ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণাসহ ডিজিটাল সুরক্ষা ও নৈতিকতা সম্পর্কে জানতে পারে।

এই বিষয় শিক্ষার্থীদের শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে না, বরং তাদেরকে বিশ্বব্যাপী তথ্যের দ্রুত প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ দেয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশ করতে পারে এবং আগামীর শিক্ষাজীবনে ও পেশাগত ক্ষেত্রে সফল হতে প্রস্তুত হয়।

এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা আয়ত্ত করতে পারবে এবং এটি ব্যবহার করে ব্যক্তিগত, সামাজিক ও শৈক্ষিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পথ সুগম হবে। পাশাপাশি, এটি দেশ-বিদেশের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখার ভিত্তি তৈরি করবে।

সুতরাং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের চাহিদা পূরণে সক্ষম হয়ে উঠবে এবং তথ্য প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারবে।

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

 

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

“ডিজিটাল বাংলাদেশ” অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সকল মানুষের জীবন সহজ, সুন্দর ও আনন্দময় করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। “ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা। শিক্ষানীতিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি শিক্ষাব্যবস্থার সকল ধারায় বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

তারই ধারাবাহিকতায় প্রণীত হয়েছে এ বিষয়ের শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক। আশা করি, এ পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সাক্ষরতা অর্জনের পাশাপাশি পরবর্তীকালে এ বিষয়ে আরও আগ্রহী করে তুলবে, যা ‘ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে।

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সূচিপত্র

প্ৰথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

  • একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
  • ই-লার্নিং ও বাংলাদেশ
  • ই-গভর্নান্স ও বাংলাদেশ
  • ই-সার্ভিস ও বাংলাদেশ
  • ই-কমার্স ও বাংলাদেশ
  • বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি
  • সামাজিক যোগাযোগ ও আইসিটি
  • বিনোদন ও আইসিটি
  • ডিজিটাল বাংলাদেশ
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ অধ্যায়ের অনুশীলনী

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

  • কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব
  • সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন
  • সফটওয়্যার ডিলিট
  • কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ
  • ওয়েবে নিরাপদ থাকা
  • কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি
  • কম্পিউটার গেমে আসক্তি
  • সামাজিক নেটওয়ার্কে আসক্তি
  • আসক্তি থেকে মুক্ত থাকার উপায়
  • সফটওয়্যার পাইরেসি
  • তথ্য অধিকার ও নিরাপত্তা
  • সাধারণ ট্রাবলশুটিং
  • কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অধ্যায়ের অনুশীলনী

তৃতীয় অধ্যায় : আমার শিক্ষায় ইন্টারনেট

  • ডিজিটাল কনটেন্ট
  • ই-বুক বা ইলেকট্রনিক বুক
  • শিক্ষায় ইন্টারনেট
  • ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো
  • আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি
  • আমার শিক্ষায় ইন্টারনেট অধ্যায়ের অনুশীলনী

 

islamiagoln.com google news
আমাদের কে গুগুল নিউজে ফলো করুন

 

চতুর্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব

  • ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ
  • অফিস বাটন এবং এর অপসনমূহ
  • স্প্রেডশিট ও আমার হিসাব-নিকাশ
  • আমার লেখালেখি ও হিসাব অধ্যায়ের অনুশীলনী

পঞ্চম অধ্যায় : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

  • মাল্টিমিডিয়ার ধারণা
  • মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার
  • প্রেজেন্টেশন সফটওয়্যার
  • পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা
  • প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন
  • স্লাইডে ট্রানজিশন যুদ্ধ করা
  • গ্রাফিক্সের গুরুত্ব
  • ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি
  • ল্যাসো টুল ও পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করা
  • নতুন লেয়ার যুক্ত করা
  • লেয়ারে অবজেক্ট তৈরি করা
  • এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা
  • একাধিক লেয়ার একীভূত করা
  • গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্লেন্ড তৈরি করা
  • নতুন রঙ ও কালার স্টপস যুক্ত করা ও বাতিল করা
  • এডোবি ইলাস্ট্রেটর
  • টুলবক্সের প্রয়োজনীয় টুলসমূহের পরিচিতি
  • কালার, গ্রেডিয়েন্ট ও নান
  • অবজেক্ট অবলোকনের পরিবেশ
  • পাথ বা প্রান্তরেখা
  • লেয়ারের ব্যবহার
  • অবজেক্টে রঙের ব্যবহার
  • পেন ও পেন্সিল টুল
  • পাথ সম্পাদনার কাজ
  • লেখালেখির কাজ
  • বেজলাইন শিফট
  • পাথে টাইপ করা
  • মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়ের অনুশীলনী

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৩

 

ষষ্ঠ অধ্যায় : ডেটাবেজ-এর ব্যবহার

  • ডেটাবেজ সম্পর্কে ধারণা
  • DBMS এর ব্যবহারের কৌশল
  • ডেটাবেজ ও এক্সেস সম্পর্কে ধারণা
  • ডেটা এন্ট্রি করা
  • ডেটাবেজ ফাইল বন্ধ করা ও খোলা
  • ভেটায় বর্ণানুক্রমিক ও সংখ্যানুক্রমিক বিন্যাস
  • গ্রামের ভিত্তিতে তথ্য অনুসন্ধান
  • কুয়েরি এবং রিপোর্ট
  • রিপোর্টে ডিজাইন যুক্ত করা
  • ডেটাবেজ-এর ব্যবহার অধ্যায়ের অনুশীলনী

আরও দেখুনঃ

Leave a Comment