৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং দেশের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং চিন্তা-ভাবনা প্রকাশের একটি শক্তিশালী হাতিয়ার।

৯ম ও ১০ম শ্রেণির দাখিল স্তরের এই বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের ভাষার গঠন, ব্যাকরণিক নিয়ম-কানুন এবং সঠিক শব্দ ব্যবহারের প্রাত্যহিক প্রয়োগ সম্পর্কে সুদৃঢ় ধারণা দিতে প্রস্তুত করা হয়েছে। এতে ধাপে ধাপে ব্যাকরণের মৌলিক ধারণা থেকে শুরু করে জটিল ব্যাকরণিক বিষয়াবলী পর্যালোচনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভাষার কাঠামো বুঝতে পারে ও প্রয়োগে পারদর্শী হতে পারে।

এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র পাঠ্যবইয়ের অক্ষর-শব্দ নয়, বরং বাক্য নির্মাণ, ভাষার সঠিক প্রয়োগ এবং সাহিত্যকর্ম রচনায় আত্মবিশ্বাসী হবে। পাশাপাশি, ভাষার শুদ্ধতা ও ব্যাকরণগত সঠিকতা রক্ষায় এই গ্রন্থ শিক্ষার্থীদের মূল্যবান সহায়ক হবে।

আমরা বিশ্বাস করি, এই পাঠ্যসূচনা শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শেখার যাত্রাকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে এবং ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সাফল্যের দ্বার উন্মোচিত করবে।

IslamiaGOLN.com Logo 252x68 px White ৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

পরিমার্জিত শিক্ষানীতির আলোকে ২০২১ সাল থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। পাঠ্যপুস্তকটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল স্তরের জন্যও প্রবর্তন করা হয়েছে। পূর্বে ব্যাকরণ এবং নির্মিতি দুটি আলাদা বই ছিল। এবার একটি বইয়ের মধ্যে প্রথম অংশে ব্যাকরণ এবং শেষ অংশে নির্মিতি সন্নিবেশিত হয়েছে।

প্রথম অংশে বাংলা ব্যাকরণের হালতক ধারণার সঙ্গে শিক্ষার্থীকে পরিচয় করানোর চেষ্টা আছে। আর শেষের নির্মিতি অংশ এমনভাবে রচিত হয়েছে, যাতে সমকালীন প্রমিত বাংলা ভাষায় সৃজনশীলতার চর্চা ও দৈনন্দিন যোগাযোগের কাজ শিক্ষার্থী যথাযথভাবে করতে শেখে। ব্যাকরণ অংশে বাংলা ভাষার উপাদান ও গঠনের যে সরল বর্ণনা আছে এবং নির্মিতি অংশে যেভাবে রচনার কৌশল ও রচনার নমুনা উপস্থাপন করা হয়েছে, তাতে শিক্ষার্থীর ভাষাদক্ষতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি ।

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

 

বাংলা ব্যাকরণ ও নির্মিতি সূচিপত্র

  • পরিচ্ছেদ ১ : ভাষা ও বাংলা ভাষা
  • পরিচ্ছেদ ২: বাংলা ব্যাকরণ
  • পরিচ্ছেদ ৩: বাংলা ভাষার রীতি ও বিভাজন
  • পরিচ্ছেদ ৪ : বাংলা ব্যাকরণের বাগ্‌যন্ত্র
  • পরিচ্ছেদ ৫ : ধ্বনি ও বর্ণ
  • পরিচ্ছেদ ৬ : বাংলা ব্যাকরণের স্বরধ্বনি
  • পরিচ্ছেদ ৭ : বাংলা ব্যাকরণের ব্যঞ্জনধ্বনি
  • পরিচ্ছেদ ৮: বর্ণের উচ্চারণ
  • পরিচ্ছেদ ৯: শব্দ ও পদের গঠন
  • পরিচ্ছেদ ১০ : উপসর্গ দিয়ে শব্দ গঠন
  • পরিচ্ছেদ ১১: প্রত্যয় দিয়ে শব্দ গঠন
  • পরিচ্ছেদ ১২ : সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
  • পরিচ্ছেদ ১৩ : বাংলা ব্যাকরণের সন্ধি
  • পরিচ্ছেদ ১৪ : বাংলা ব্যাকরণের শব্দদ্বিত্ব
  • পরিচ্ছেদ ১৫ : নরবাচক ও নারীবাচক শব্দ
  • পরিচ্ছেদ ১৬: সংখ্যাবাচক শব্দ
  • পরিচ্ছেদ ১৭ : শব্দের শ্রেণিবিভাগ
  • পরিচ্ছেদ ১৮ : বাংলা ব্যাকরণের বিশেষ্য
  • পরিচ্ছেদ ১৯ : বাংলা ব্যাকরণের সর্বনাম
  • পরিচ্ছেদ ২০: বাংলা ব্যাকরণের বিশেষণ
  • পরিচ্ছেদ ২১ : বাংলা ব্যাকরণের  ক্রিয়া
  • পরিচ্ছেদ ২২ : বাংলা ব্যাকরণের ক্রিয়াবিশেষণ
  • পরিচ্ছেদ ২৩ : বাংলা ব্যাকরণের অনুসর্গ
  • পরিচ্ছেদ ২৪ : বাংলা ব্যাকরণের যোজক
  • পরিচ্ছেদ ২৫ : বাংলা ব্যাকরণের আবেগ
  • পরিচ্ছেদ ২৬ : বাংলা ব্যাকরণের নির্দেশক
  • পরিচ্ছেদ  ২৭ :  বাংলা ব্যাকরণের বচন
  • পরিচ্ছেদ ২৮ : বাংলা ব্যাকরণের বিভক্তি
  • পরিচ্ছেদ ২৯ : বাংলা ব্যাকরণের ক্রিয়াবিভক্তি
  • পরিচ্ছেদ ৩০ : ক্রিয়ার কাল
  • পরিচ্ছেদ ৩১ : বাক্যের অংশ ও শ্রেণিবিভাগ
  • পরিচ্ছেদ ৩২: বাক্যের বর্গ
  • পরিচ্ছেদ ৩৩ : উদ্দেশ্য ও বিধেয়
  • পরিচ্ছেদ ৩৪ : সরল, জটিল ও যৌগিক বাক্য
  • পরিচ্ছেদ ৩৫ : বাংলা ব্যাকরণের কারক
  • পরিচ্ছেদ ৩৬ : বাংলা ব্যাকরণের বাচ্য
  • পরিচ্ছেদ ৩৭ : বাংলা ব্যাকরণের উক্তি
  • পরিচ্ছেদ ৩৮ : বাংলা ব্যাকরণের যতিচিহ্ন
  • পরিচ্ছেদ ৩৯ : বাংলা ব্যাকরণের বাগর্থ
  • পরিচ্ছেদ ৪০ : বাংলা ব্যাকরণের বাগ্‌ধারা
  • পরিচ্ছেদ ৪১: বাংলা ব্যাকরণের প্রতিশব্দ
  • পরিচ্ছেদ ৪২: বিপরীত শব্দ
  • পরিচ্ছেদ ৪৩: বাংলা ব্যাকরণের শব্দজোড়
  • পরিচ্ছেদ ৪৪ : বাংলা ব্যাকরণের অনুচ্ছেদ
  • পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম
  • পরিচ্ছেদ ৪৬ : ভাব সম্প্রসারণ
  • পরিচ্ছেদ ৪৭ : বাংলা চিঠিপত্র
  • পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন
  • পরিচ্ছেদ ৪৯ : বাংলা প্রবন্ধ

 

islamiagoln.com google news
আমাদেরকে গুগুল নিউজে ফলো করুন

 

  • বাংলাদেশের পর্যটন শিল্প
  • বাংলাদেশের উৎসব
  • জগদীশচন্দ্র বসু
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা
  • একটি ঝড়ের রাত
  • কৃষি উদ্যোক্তা
  • ভাষা আন্দোলন
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • সময়ানুবর্তিতা প্রবন্ধ
  • ক্রিকেটে বাংলাদেশ
  • বাংলাদেশের ফুটবল
  • কৃষিকাজে বিজ্ঞান
  • মাদকাসক্তি ও এর প্রতিকার
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

 

৯ম ও ১০ম শ্রেণির - দাখিল স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ২০২৩

 

  • বিশ্বকোষ প্রবন্ধ
  • অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ

আরও দেখুনঃ

Leave a Comment