ইসলামের মৌলিক উৎসদ্বয়ের একটি হলো হাদিস শরিফ। হাদিস হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী, কর্ম, সম্মতি ও চারিত্রিক গুণাবলির সংরক্ষিত নিদর্শন। কুরআনের পর হাদিসই হলো ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস। একজন মুসলমানের জীবনযাপন, আচরণ, নৈতিকতা, সামাজিকতা, অর্থনীতি ও রাষ্ট্রনীতিতে হাদিসের নির্দেশনা একান্ত অপরিহার্য।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দাখিল স্তরের শিক্ষার্থীদের জন্য হাদিস শরিফ বিষয়টি অন্তর্ভুক্ত করেছে মূলত ঈমান, আমল ও চরিত্র গঠনের ক্ষেত্রে নবী করীম (সা.)-এর সুন্নাহভিত্তিক জীবনদর্শন চর্চা করার লক্ষ্যে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী করে এই পাঠ্যবইটি প্রণয়ন করা হয়েছে। এতে সহজ ভাষায় নির্বাচিত সহিহ হাদিস সংকলন করে তার অনুবাদ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে তা অনুধাবন করতে পারে এবং নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টায় উদ্বুদ্ধ হয়।
এই গ্রন্থে এমন বিষয়সমূহ সংযোজন করা হয়েছে যা একজন শিক্ষার্থীকে একটি সুস্থ, নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। হাদিস পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা নবীজীর শিক্ষা ও আদর্শ সম্পর্কে গভীরভাবে জানতে পারবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অনুসরণ করতে পারবে ইনশাআল্লাহ।
পরিশেষে, এই গ্রন্থটি প্রণয়নে সংশ্লিষ্ট বিদগ্ধ আলেম-উলামা, মাদরাসা শিক্ষাবিদ, শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এই প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ইসলামিক জীবনব্যবস্থা সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করবে—এই আমাদের প্রত্যাশা।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সকলকে হাদিস অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।
৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের হাদিস শরিফ ২০১৯ ডাউনলোড