ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো হাদীস শরীফ। কুরআন মাজিদের পর হাদীস শরীফই ইসলামী জীবনবিধানের দ্বিতীয় মৌলিক উৎস। রাসূলুল্লাহ (সা.)-এর বাণী, কর্ম, মৌন সম্মতি ও জীবনাচারসমূহের সংরক্ষিত বিবরণ হচ্ছে হাদীস। ইসলামি জীবনব্যবস্থার বিভিন্ন দিক যেমন আকীদা, ইবাদত, আখলাক, সমাজ, রাষ্ট্রনীতি ও ব্যক্তিজীবনে তার বাস্তব প্রয়োগ হাদীসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়।
দাখিল পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই হাদীস শরীফ পাঠ্যবইটি এমনভাবে প্রণীত হয়েছে, যাতে তারা নবী করিম (সা.)-এর গুরুত্বপূর্ণ হাদীসসমূহ জানতে, বুঝতে এবং জীবনে বাস্তবায়ন করতে পারে। বইটিতে সংকলিত হাদীসসমূহের বাংলা অনুবাদ, প্রয়োজনীয় ব্যাখ্যা এবং শিক্ষণীয় দিকগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নৈতিকতা, শালীনতা, দায়িত্ববোধ ও ইসলামী আদর্শে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নির্দেশনা অনুযায়ী এবং কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য বজায় রেখে বইটির পাঠ্যক্রম সাজানো হয়েছে। পাঠ্যবইটি সহজ, সাবলীল ভাষায় প্রণীত হওয়ায় শিক্ষার্থীরা আগ্রহ ও সহজবোধ্যভাবে হাদীস শিক্ষা গ্রহণ করতে পারবে বলে আশা করা যায়।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সকলকে হাদীস শরীফ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করেন এবং এ পাঠ্যবইটি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জন্য উপকারী ও কল্যাণকর করে তুলেন।
৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের হাদীস শরীফ ২০২৩ এর বই ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের হাদিস শরফি ২০২৩ ডাউনলোড
হাদিস শরিফ শেষনবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র বাণী। এটি কুরআন মাজিদের নির্ভরযোগ্য ব্যাখ্যা এবং ইসলামি শরিয়তের দ্বিতীয় মূল উৎস। হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের জন্য এর অর্থ ও ব্যাখ্যা জানা প্রয়োজন। এ উদ্দেশ্যকে সামনে রেখে হাদিস শরিফ পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। পাঠ্যবইটিতে বাংলা বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি অনুসরণ করা হয়েছে।
একবিংশ শতকের অঙ্গীকার ও প্রত্যয়কে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ আলেম, কারিকুলাম বিশেষজ্ঞ, শ্রেণিশিক্ষক, শিক্ষক প্রশিক্ষক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিনিধির সমন্বয়ে সংশোধন ও পরিমার্জন করে পাঠ্যপুস্তকটি অধিকতর পরিশুদ্ধ করা হয়েছে, যার প্রতিফলন বর্তমান সংস্করণে পাওয়া যাবে। এতদসত্ত্বেও কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে গঠনমূলক ও যুক্তিসঙ্গত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
৯ম ও ১০ম শ্রেণির – দাখিল স্তরের হাদীস শরীফ ২০২৩
হাদীস শরীফ সূচিপত্র
- হাদিস পরিচিতি
- সালাম অধ্যায়
- অনুমতি চাওয়ার অধ্যায়
- করমর্দন ও কোলাকুলি করা সংক্রান্ত অধ্যায়
- দণ্ডায়মান হওয়া সংক্রান্ত অধ্যায়
- হাঁচি দেয়া ও হাই তোলা অধ্যায়
- হাসি সংক্রান্ত অধ্যায়
- নাম রাখা সম্পর্কিত অধ্যায়
- জিহ্বা সংযতকরণ, গিবত ও গালমন্দ সংক্রান্ত অধ্যায়
- অঙ্গীকার বা প্রতিশ্রুতি সংক্রান্ত অধ্যায়
- কৌতুক সংক্রান্ত অধ্যায়
- বংশ গৌরব ও স্বজন-প্রীতির বর্ণনা অধ্যায়
- মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা
- সংক্রান্ত অধ্যায়
- সৃষ্টির প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন করা সংক্রান্ত অধ্যায়
- আল্লাহ তাআলার জন্য ভালোবাসা এবং আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা সম্পর্কিত অধ্যায়

- কাউকে বর্জন, সম্পর্কচ্ছেদ এবং গোপনীয় বিষয়ের আলোচনা হতে বিরত থাকা সংক্রান্ত অধ্যায়
- সকল কাজে আত্মসংযম, সতর্কতা এবং ধীরস্থিরতা অধ্যায়
- দয়া লজ্জাশীলতা এবং উত্তম চরিত্রের বর্ণনা সংক্রান্ত অধ্যায়
- ক্রোধ ও অহংকারের বিবরণ অধ্যায়
- অত্যাচারের বর্ণনা অধ্যায়
- সৎকাজের আদেশ ও মন্দকাজের নিষেধ অধ্যায়
- খাদ্যবস্তু সম্মন্ধীয় অধ্যায়
- দান-সাদকাহ অধ্যায়
- জাহান্নামের শাস্তির বর্ণনা সম্মন্ধীয় অধ্যায়
- জান্নাতের নেয়ামত সম্বন্ধীয় অধ্যায়
- হালাল রুজি উপার্জন অধ্যায়
- ব্যবসায়ে-বাণিজ্যে সত্যবাদিতার অধ্যায়
- ফিৎনা-ফাসাদের বর্ণনা অধ্যায়
- নেশা জাতীয় দ্রব্যাদির বর্ণনা অধ্যায়
- সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা অধ্যায়
- নারীদের উত্যক্ত করা/ ইভটিজিং সংক্রান্ত অধ্যায়
আরও দেখুন: