“বিদায় বেলায় মোরে দিয়োগো দেখা হে প্রিয় রাসূল” একটি হৃদয়স্পর্শী গজল, যা প্রকাশিত হয়েছে স্টুডিও গুরুকুলের উদ্যোগে এবং ইসলামিয়া গুরুকুল দ্বারা প্রযোজিত। গজলটির শিল্পী তানভীর হাসান সিরাত, যিনি তার মিষ্টি কণ্ঠে ধর্মীয় ভাব ও গভীর আধ্যাত্মিকতা ফুটিয়ে তুলেছেন। এই গজলটি শ্রোতাদের কাছে মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে এবং বিদায়ের মুহূর্তে প্রিয় রাসূলকে স্মরণ করে হৃদয় স্পন্দিত করে।

বিদায় বেলায় মোরে দিয়োগো দেখা হে প্রিয় রাসূল
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো – রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো – রাসুল
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল,
বিদায় বেলায় মোরে দিয়োগো দেখা হে প্রিয় রাসূল নিয়ে বিস্তারিত ঃ