যে গাছের নিচে অঙ্গীকার নেওয়া হয়েছিল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

যে গাছের নিচে অঙ্গীকার নেওয়া হয়েছিল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩, যে গাছের নিচে সাহাবিরা আনুগত্যের অঙ্গীকার করেছিলেন সেটি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ নবি করিম (সা) সেখানে অনেকক্ষণ বসে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আল্লাহ কোরানে গাছটির কথা উল্লেখ করেছেন [৪৮:১৮]।

যে গাছের নিচে অঙ্গীকার নেওয়া হয়েছিল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

যে গাছের নিচে অঙ্গীকার নেওয়া হয়েছিল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

অতএব এই গাছের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু বেশির ভাগ সাহাবি পরবর্তীকালে গাছটিকে আলাদা করে চিনতে পারেননি। কারণ, সেখানকার সব গাছই ছিল দেখতে এক রকম। সহিহ বুখারির একটি হাদিসে আছে, একজন সাহাবি বলেছেন, “পরের বছর সেখানে গিয়ে আমরা গাছটি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনটি সঠিক গাছ তা চিহ্নিত করার ব্যাপারে আমাদের মধ্যকার কোনো দুজন ব্যক্তি একমত হতে পারিনি।”

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

নবিজির (সা) মৃত্যুর এক দশক যেতে না যেতেই সেখানকার বেদুইন ও নতুন ধর্মান্তরিতরা গাছটিকে কেন্দ্র করে একটি মসজিদ স্থাপন করে। একদিন এক তাবেয়ি-তাবেয়িন সেখান দিয়ে যাওয়ার সময় মক্কার বাইরে মরুভূমির মাঝখানে মসজিদটি দেখতে পান। তিনি লোকদের প্রশ্ন করেন, “এটা কী?” তারা জবাবে বলে, “এখানেই নবিজির (সা) কাছে রিদওয়ানের অঙ্গীকার করা হয়েছিল।” তিনি মক্কায় ফিরে বিখ্যাত তাবেয়িন সাইদ ইবনুল মুসায়িবকে এই ঘটনা বলেন।

 

যে গাছের নিচে অঙ্গীকার নেওয়া হয়েছিল | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৩ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

সাইদ ছিলেন ইবনে আব্বাসের ছাত্র এবং একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তিনি বললেন, “যারা রিদওয়ানের অঙ্গীকারে অংশ নিয়েছিলেন, আমার পিতা ছিলেন তাঁদের মধ্যে একজন। কিন্তু তিনি এবং তাঁর সঙ্গীরা গাছটিকে চিহ্নিত করতে পারেননি। তুমি কি বলছ যে, ওই লোকগুলো সাহাবিদের চেয়েও বেশি জ্ঞান রাখে?” আবদুর রাজ্জাকের মুসান্নাফে বর্ণিত আছে, উমর ইবনুল খাত্তাবের কাছে খবর পৌঁছাল যে বেদুইনরা গাছটিকে ঘিরে উপাসনা করছে, কেউ কেউ বরকতের আশায় গাছে তাদের পিঠ ঘষছে। তিনি তাদের সেখান থেকে বিতাড়িত করলেন এবং যে গাছটিকে ঘিরে তারা উপাসনা করছিল তা কেটে ফেলার নির্দেশ দিলেন।

আরও পড়ুনঃ

Leave a Comment