সূরা ইয়াসীন (Surah Yasin) হলো আল-কুরআনের ৩৬তম সূরা। এতে রয়েছে মোট ৮৩টি আয়াত এবং ৫টি রুকু। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ ﷺ এ সূরাকে কুরআনের “হৃদপিণ্ড” বলে আখ্যায়িত করেছেন।
Table of Contents
সূরা ইয়াসীন
সূরার গুরুত্ব ও মর্যাদা
এক হাদিসে এসেছে, সূরা ইয়াসীনকে “আয়ীমা” বলা হয়েছে।
অন্য এক বর্ণনায় পাওয়া যায়, তাওরাতে একে “মুয়িম্মাহ” নামে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন রেওয়ায়েতে এ সূরার নাম “মুদাফিয়া” ও “কাযিয়া” হিসেবেও বর্ণিত হয়েছে।
হাদিসে আরও বলা হয়েছে—কিয়ামতের দিন সূরা ইয়াসীনের সুপারিশ বিপুল সংখ্যক মানুষের জন্য কবুল করা হবে।
![সূরা ইয়াসীন ক্বিরাআত [Surah Yasin Recitation] সূরা ৩৬ 2 ইসলামের পাঁচটি স্তম্ভ](https://islamiagoln.com/wp-content/uploads/2024/08/সাওম.jpg)
সূরা ইয়াসীনের শিক্ষা ও বার্তা
আল্লাহর সার্বভৌমত্ব ও সীমাহীন ক্ষমতার প্রমাণ।
সৃষ্টিজগত ও মানবজীবনের বাস্তব উদাহরণ।
মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ।
অবিশ্বাসীদের জন্য আখিরাতের কঠিন শাস্তির সতর্কবার্তা।
কিয়ামত, হাশর ও পুনরুত্থানের স্পষ্ট বর্ণনা।
এ সূরার প্রতিটি আয়াত প্রাণবন্ত ও ছন্দময় ভাষায় কুরআনের মূল বার্তাকে শক্তিশালীভাবে তুলে ধরে।
তিলাওয়াত ও ফজিলত
একবার পাঠ করলে দশবার কুরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়।
নিয়মিত সূরা ইয়াসীন পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।
রাতে শোয়ার আগে পাঠ করলে, সকাল পর্যন্ত সে পাপমুক্ত অবস্থায় জাগবে।
শুধু পাঠ নয়, শ্রবণ করলেও বিপুল সওয়াব লাভ হয়।
সূরা ইয়াসীন নিয়ে বিস্তারিত :