সূরা ইয়াসীন ক্বিরাআত [Surah Yasin Recitation] সূরা ৩৬

সূরা ইয়াসীন (Surah Yasin) হলো আল-কুরআনের ৩৬তম সূরা। এতে রয়েছে মোট ৮৩টি আয়াত এবং ৫টি রুকু। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ ﷺ এ সূরাকে কুরআনের “হৃদপিণ্ড” বলে আখ্যায়িত করেছেন।

 

সূরা ইয়াসীন

সূরার গুরুত্ব ও মর্যাদা

  • এক হাদিসে এসেছে, সূরা ইয়াসীনকে “আয়ীমা” বলা হয়েছে।

  • অন্য এক বর্ণনায় পাওয়া যায়, তাওরাতে একে “মুয়িম্মাহ” নামে উল্লেখ করা হয়েছে।

  • বিভিন্ন রেওয়ায়েতে এ সূরার নাম “মুদাফিয়া”“কাযিয়া” হিসেবেও বর্ণিত হয়েছে।

  • হাদিসে আরও বলা হয়েছে—কিয়ামতের দিন সূরা ইয়াসীনের সুপারিশ বিপুল সংখ্যক মানুষের জন্য কবুল করা হবে।

 

ইসলামের পাঁচটি স্তম্ভ

 

সূরা ইয়াসীনের শিক্ষা ও বার্তা

  • আল্লাহর সার্বভৌমত্ব ও সীমাহীন ক্ষমতার প্রমাণ।

  • সৃষ্টিজগত ও মানবজীবনের বাস্তব উদাহরণ।

  • মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ।

  • অবিশ্বাসীদের জন্য আখিরাতের কঠিন শাস্তির সতর্কবার্তা।

  • কিয়ামত, হাশর ও পুনরুত্থানের স্পষ্ট বর্ণনা।

এ সূরার প্রতিটি আয়াত প্রাণবন্ত ও ছন্দময় ভাষায় কুরআনের মূল বার্তাকে শক্তিশালীভাবে তুলে ধরে।

তিলাওয়াত ও ফজিলত

  • একবার পাঠ করলে দশবার কুরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়।

  • নিয়মিত সূরা ইয়াসীন পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।

  • রাতে শোয়ার আগে পাঠ করলে, সকাল পর্যন্ত সে পাপমুক্ত অবস্থায় জাগবে।

  • শুধু পাঠ নয়, শ্রবণ করলেও বিপুল সওয়াব লাভ হয়।

 

সূরা ইয়াসীন নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment