ইসলামিয়া গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয়ঃ হজ ফ্লাইট শুরু ২১ মে, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়নি, যেভাবে নেবেন রোজার প্রস্তুতি, রোজা রাখলে বিচারকদের উদারতা বাড়ে বলছে গবেষণা, ছোলা বিক্রিতে ভাটা, টিসিবিও লক্ষ্যমাত্রা অর্ধেকে নামাচ্ছে, ঢাকায় ১১তম জাকাত মেলা শুরু

Table of Contents
হজ ফ্লাইট শুরু ২১ মে | সারা সপ্তাহের খবর
হজ ফ্লাইট শুরু ২১ মে
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে। এ বছর প্রাক হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।হজের আগে ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়নি
হজযাত্রীদের বিমানভাড়া কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার বিমানভাড়া কমানোর জন্য এই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর হজযাত্রীদের জন্য বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এই ভাড়াসহ এবার সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা।
যেভাবে নেবেন রোজার প্রস্তুতি
রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে তিন ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা, যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ্ মাফ করাতে পারল না।
রোজা রাখার নিয়ত
রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। রোজার আগে থেকেই দোয়া করা যায় যেন সুস্থ থেকে রোজা রাখা যায় । রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, তার আগের গুনাহ্ ক্ষমা করে দেওয়া হয়।’
কোরআন নিয়ে চর্চা
রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তিলাওয়াত করা, অর্থ বুঝে কোরআন পড়া, কোরআনের তফসির পড়া এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগ করার গুরুত্ব রয়েছে। সাহাবিরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দ্বিগুণ কোরআন খতম দিতেন। রমজান মাসে নিজের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছাড়াও দিনমজুর ও গরিবরা যাতে রোজা রাখতে পারে, সে জন্য ইফতার ও সাহরির ব্যবস্থা করা ভালো।

রোজা রাখলে বিচারকদের উদারতা বাড়ে বলছে গবেষণা
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে বিচারকেরা রোজা রাখেন, তাঁরা রায় দেওয়ার সময় একটু বেশি উদার থাকেন। তবে আগের এক সমীক্ষায় জানা গিয়েছিল, ক্ষুধা থাকা অবস্থায় বিচারকেরা একটু কঠোর রায় দেন।
২০১১ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ইসরায়েলে বিচারকদের অপরাধীদের প্যারোল না দেওয়ার সম্ভাবনা দুপুরের খাবারের পরের চেয়ে আগে বেশি। গবেষণাটি ‘দ্য হাংগ্রি জাজ এফেক্ট’ নামে পরিচিতি পেয়েছিল।
ছোলা বিক্রিতে ভাটা, টিসিবিও লক্ষ্যমাত্রা অর্ধেকে নামাচ্ছে
দেশে প্রতিবছর যতটা পরিমাণ ছোলা বিক্রি হয়, তার বড় অংশের বেচাকেনা হয় রোজাকে কেন্দ্র করে। তবে এবার ছোলা কিনতে মানুষের আগ্রহ কম বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বিক্রেতাদের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ছোলা বিক্রির পরিমাণ কমাচ্ছে। দেশের এক কোটি পরিবার কার্ডধারীর জন্য গত বছর রোজায় যে পরিমাণ ছোলা বিক্রি করেছিল, এবার তার অর্ধেক বিক্রির পরিকল্পনা সংস্থাটির।
ঢাকায় ১১তম জাকাত মেলা শুরু
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম জাকাত। সঞ্চিত স্বর্ণালংকার ও নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দলিল, শেয়ার সার্টিফিকেট, প্রাইজবন্ড ও অন্যান্য কাগজপত্র যদি পূর্ণ এক বছর হাতে থাকে এবং পরিমাণে জাকাত প্রদানের উপযুক্ত হয়, তাহলে ইসলামি আইন অনুযায়ী জাকাত দেওয়া বাধ্যতামূলক।
সংগঠিত ও পরিকল্পিত উপায়ে জাকাত প্রদান ও জাকাতসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং দারিদ্র্য বিমোচনসংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাজধানীতে আয়োজন করা হয়েছে ১১তম জাকাত মেলা। বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ শনিবার সকালে ঢাকার তেজগাঁও লিংক রোডের আলোকি কমিউনিটি সেন্টারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এই মেলার উদ্বোধন করেন।
আরও দেখুনঃ