৪ রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম | নামাজ শিক্ষা

৪ রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম – আমরা সবাই আল্লাহর নির্দেশে নামাজ আদায়ের চেষ্টা করি। আমরা জামাতে বা নিজে বাড়িতে নামাজ পড়ি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের নিজেদে পড়া নামাজ কতটুকু সঠিক হচ্ছে? সূরার উচ্চারণগুলো ঠিক হচ্ছে কি না এই প্রসঙ্গগুলো আসতে পারে। এই ভিডিওট দেখলে আপনারা ৪ রাকাত ফরজ নামাজ পড়ার পূর্ণাঙ্গ নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

 

৪ রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম

আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে চার রাকাত করে ফরজ নামাজ এই পাঁচ ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্তে পড়তে হয়। এই তিন ওয়াক্তগুলো হলো যোহর, আসর ও এশা। চার রাকাত বিশিষ্ট প্রতিটি ফরজ নামাজের নিয়ম সমান। শুধু আপনাকে নিয়ত করে নামাজের জন্য দাঁড়াতে হবে। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ফরজ পড়ার নিয়ম।

 

৪ রাকাত ফরজ নামাজ

আসরের নামাজ আদায় করার জন্য আপনাকে প্রথমে পবিত্র জামাকাপড় পড়ে অজু করে পবিত্র জায়গায় নামাজের জন্য দাঁড়াতে হবে।

আসরের চার রাকাত ফরজ নামাজঃ আপনি যদি আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ে নিতে চান। তাহলে আপনাকে প্রথমে সুন্নত নামাজের মত তাকবীরে তাহরীমা পড়ে আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর দুই হাত উঠিয়ে নাভি বরাবর কিংবা বুকের উপরে বেঁধে নিতে হবে।

অতঃপর আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা তেলাওয়াত করতে হবে তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর সেজদায় যেতে হবে। আপনি যদি সঠিকভাবে তাসবিহ পড়ে দুইটি সেজদা পরিপূর্ণভাবে আদায় করে ফেলেন তাহলে আপনাকে পুর্ণরায় দাঁড়াতে হবে।

আবার আপনাকে সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা ফাতিহার সাথে মিলিয়ে তেলাওয়াত করতে হবে। রুকু এবং সেজদা করার পর আপনি যখন দুইটি সেজদা করে ফেলবেন তখন আপনাকে বসে তাশাহুদ পড়তে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি ফরজ নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করে। তাহলে আপনাকে শুধু ইমাম সাহেব যে তেলাওয়াত করবে তা শুনতে হবে।

আর যদি আপনি একা একা আসরের ফরজ চার রাকাত নামাজ আদায় করে। তাহলে আপনাকে সুন্নত দুই রাকাত নামাজের মতন ফরজের প্রথম দুই রাকাত নামাজ আদায় করে নিতে হবে। তারপর আপনাকে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। একইভাবে রুকু সেজদা করে না দাঁড়িয়ে বসে আপনাকে শেষ বৈঠকে, তাশাহুদ, দুরুদে ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তৌফিক দান করেন। আশা করি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আপনাদের আর কোন সমস্যা থাকবে না।

 

ফরজ নামাজ ৪ রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম | নামাজ শিক্ষা

 

৪ রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ম নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment