আধুনিক রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে হুদায়বিয়ার ঘটনা | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

আধুনিক রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে হুদায়বিয়ার ঘটনা | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৫, হুদায়বিয়ার সন্ধি আমাদের এই শিক্ষাই দেয় যে, মুসলিমদের জন্য বিভিন্ন রাজনৈতিক চুক্তি করার অনুমতি ও সুযোগ রয়েছে। সব দেশের সব মুসলিমের জন্য একই চুক্তি হবে এমন কোনো কথা নেই। এক দলের জন্য যা অনুমোদিত, তা অন্য দলের জন্য অনুমোদিত নাও হতে পারে; এক দলের জন্য যা হারাম, অন্য দলের জন্য তা হালাল হতে পারে। নবিজির (সা) জন্য যা করা বৈধ ছিল না, আবু বাসির ও আবু জান্দালের জন্য ছিল তা বৈধ।

আধুনিক রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে হুদায়বিয়ার ঘটনা | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

আধুনিক রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে হুদায়বিয়ার ঘটনা | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

মুসলিমদের মধ্যে যারা পশ্চিমা দেশে বসবাস করে, তাদের সেখানে পাসপোর্ট কিংবা ভিসা নিয়ে থাকতে হয়। এটা সেই দেশের সরকারের সঙ্গে আপনার চুক্তি । ওই চুক্তির শর্ত হলো আপনি সেই দেশের আইন মেনে চলবেন। আপনি সেই দেশের রাজনৈতিক অবস্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। অথবা এমন কিছু করবেন না, যা সেই দেশের নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। এমন চুক্তি ছাড়া আপনি সেই দেশের পাসপোর্ট বা ভিসা পাবেন না। দেশের আইন মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক। এমনকি আপনি আবু বাসির ও আবু জান্দালের মতো কাউকে সাহায্য করতে পারবেন না ।

হুদায়বিয়ার চুক্তি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট বিজয়। কেউ দাবি করতে পারবে না যে, একটি আধুনিক রাষ্ট্রের সঙ্গে করা কোনো চুক্তিকে সুস্পষ্ট বিজয় বলে গণ্য করা যাবে। কিন্তু প্রতিটি যুগের, প্রতিটি সমাজের ও প্রতিটি দেশের আলেমরা হুদায়বিয়া শিক্ষা নিয়ে নিজেদের প্রেক্ষাপটে চুক্তি প্রণয়ন করতে পারেন। পাসপোর্ট-ভিসা নিয়ে বসবাসকারী ব্যক্তি হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে, বাকি মুসলিম বিশ্ব তা করতে পারবে না ।

 

islamiagoln.com google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যেসব মুসলিম পশ্চিমা দেশে বাস করে, অন্য দেশে কী করা উচিত বা কী করা উচিত নয় সে সম্পর্কে কথা বলা তাদের কাজ নয় । অন্য দেশে বসবাসকারী একজন মুসলিম যদি তার দেশকে বিদেশি সৈন্য দ্বারা আক্রান্ত হতে দেখে, তাহলে আক্রমণকারী শত্রুর হাত থেকে তার দেশ, জমি ও সম্পত্তি রক্ষা করলে সমালোচনা করার কিছু নেই ।

যার নাগরিকত্ব বা ভিসা আছে, তার নাগরিকত্ব ও ভিসা বলবত রেখে সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অনুমতি নেই। আমাদের মধ্যে অতিউৎসাহী কিছু তরুণ আছে যারা জেহাদের নামে চরমপন্থা অবলম্বন করছে। বাজার বা বিপণিকেন্দ্রের মাঝখানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ যে বাস্তবতাবর্জিত কাজ তা বুঝতে ইসলামিক স্টাডিজে উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই।

 

আধুনিক রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে হুদায়বিয়ার ঘটনা | হুদায়বিয়ার সন্ধি (চুক্তি)-৫ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

কোরান ও সুন্নাহের মৌলিক জ্ঞানসম্পন্ন যে কেউ বলবে এটা ইসলামসম্মত নয়। এই কারণেই আমাদের হুদায়বিয়ার সন্ধি থেকে শিক্ষা নেওয়া এতটা গুরুত্বপূর্ণ। এই সন্ধির আরেকটি প্রয়োজনীয় শিক্ষা হলো, আবেগের বশবর্তী হয়ে কাজ করবেন না; এমনকি আবু বাসির কিংবা আবু জান্দালকে দেখলেও । হুদায়বিয়ার সন্ধি আমাদের শিক্ষা দেয় যে, মুসলিমদের বড় ক্ষতি করতে পারে এমন সত্ত্বার সঙ্গেও আমরা শান্তিচুক্তি করতে পারি এবং আমাদের কখনোই বিশ্বাসঘাতকতা করার সুযোগ নেই।

আরও পড়ুনঃ

Leave a Comment