তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে | সারা সপ্তাহের খবর

তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে এর খবর দিয়ে শুরু করছি ইসলামিয়া গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে | সারা সপ্তাহের খবর

তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে | সারা সপ্তাহের খবর

 

তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক মুসলিম নারী তিন হিন্দু ছেলে-মেয়েকে নিজের সন্তানদের সঙ্গে বড় করেছিলেন। কয়েক বছর আগে এ ঘটনা প্রকাশ পাওয়ার পর এই কাহিনী নিয়ে এখন তৈরি হয়েছে একটি চলচ্চিত্র। বিবিসির ইমরান কোরেশি কথা বলেছেন এই ভাই-বোনদের সঙ্গে, যাদের মাকে নিয়ে এই ছবি।

হজের খরচ আরও বাড়বে, চলতি প্যাকেজেই নিবন্ধনের অনুরোধ 

রোববার (২ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেলের ভাড়া নেওয়ার সমস্যা সৃষ্টি হয়েছে এবং অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।  হজের খরচ এবার বেশি হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সংখ্যাও কম। কয়েক দফা বাড়িয়ে সবশেষ আগামী ৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের সময় দেওয়া হয়েছে। 

 

islamiagoln.com google news
আমাদেরকে গুগুল নিউজে ফলো করুন

 

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৬৪০ টাকা

রাজশাহীতে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা। আররি ১৪৪৪ হিজরি ও ইংরেজি ২০২৩ সালের জন্য এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ:) মাদ্রাসার অফিস কক্ষে ফিতরা নির্ধারণী বৈঠক হয়। বৈঠকে এ ফিতরা নির্ধারণ করা হয়।

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

যব দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩৯৬ (তিনশ ছিয়ানব্বই) টাকা, কিসমিসে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা, খেজুরে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৯৮০ (এক হাজার নয়শ আশি) টাকা ও পনিরে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা ফিতরা দিতে হবে।

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

নিউইউর্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি একত্রিত হয়ে ইফতার শেষে তারাবির নামাজ আদায় করেছেন। গেল শনিবার একসঙ্গে তারাবি আদায়ের এই আয়োজন করা হয়েছিল। মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েন্সার এসকিউ, মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সির সহযোগিতায় এর আয়োজন করে।  

 

তিন হিন্দু সন্তানের মা মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক ছবি আলোড়ন তুলেছে | সারা সপ্তাহের খবর

 

 

কোরআন প্রতিযোগিতায় আবারও হাফেজ তাকরীমের বিশ্বজয়

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম বিশ্বজয় করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের ১৯০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান।

আরও দেখুনঃ

Leave a Comment