ফেল ও তার প্রকারসমূহ | আরবি ব্যাকরণ

ফেল ও তার প্রকারসমূহ আজকে’র ক্লাসের আলোচনার বিষয় । ফে’ল ও তার প্রকারসমূহ বা আল ফেলু ওয়া আকসামুহু ক্লাসটি, ৭ম শ্রেণীর [Class 7] , আরবি ২য় পত্র [Arabic 2nd Paper], যার শিরনাম ‘”কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ” বা আরবি ব্যাকরণ [Arabic Grammar] বিষয় এর, ইলমে সারফ [Ilm us sarf] অংশের ১ম ইউনিট [Unit 1] এর, ৩ নং পাঠ [Lesson 3]।

 

ফেল ও তার প্রকারসমূহ

فعل বা ফেল এর পরিচয়

ফেল শব্দের অর্থঃ

فعل শব্দটি একবচন, বহুবচনে আফআল। فعل বা ফেল শব্দের অর্থঃ ক্রিয়া

  • ক্রিয়া,
  • কাজ,
  • কর্ম,
  • Verb

 

ফেল ও তার প্রকারসমূহ

 

ফেল কাকে বলে?

যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলা হয়। যেমনঃ أكل – সে খেয়েছিল।

যে কালিমা বা পদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলা হয়।

 

ফেল কত প্রকার?

ফেল গঠনগত দিক থেকে ৪ প্রকার। যথা-

  • ফেলে মাজি – অতীত কালীন ক্রিয়া ফেলে মাজি সম্পর্কে বিস্তারিত জানুন……
  • ফেলে মুজারে – বর্তমান বা ভবিষ্যৎ কালীন ক্রিয়া ফেলে মুজারে কাকে বলে ও বিস্তারিত জানুন……
  • ফেলে আমর – আদেশ সূচক ক্রিয়া
  • ফেলে নাহি – নিষেধ সূচক ক্রিয়া

ফেল এর আলামতঃ

বিভিন্ন নাহু সরফ বইয়ে এর অনেক আলামত দেওয়া থাকে। তবে আমি একটু সহজ করে বুঝানর চেষ্টা করছি।

 

এর প্রধান আলামত হলঃ

১।শব্দটি মাজি(ماضي), মুজারে(مضارع ), আমর(أمر ), নাহি(نهي ) হওয়া।

বইয়ে এই গুলা লেখা থাকেঃ

১। শব্দের শুরুতে কদ(قد) যুক্ত থাকা। উদাহরণঃ  قد فعل

২। শব্দের শুরুতে সিন(س) যুক্ত থাকা। উদাহরণঃ سينصر

৩। শব্দের শুরুতে সাওফা(سوف) যুক্ত থাকা। উদাহরণঃ سوف ينصر

৪। শব্দের শুরুতে হরফে জঝম যুক্ত থাকা। উদাহরণঃ لم ينصر

৫। শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা(ت) থাকা। উদাহরণঃ ضربت

৬। শব্দটি মাজি(ماضي) হওয়া। উদাহরণঃ فعل

৭। শব্দটি মুজারে(مضارع ) হওয়া। উদাহরণঃ يفعل

৮। শব্দটি আমর(أمر ) হওয়া। উদাহরণঃ إفعل

৯। শব্দটি নাহি(نهي ) হওয়া। উদাহরণঃ لا تفعل

১০। শব্দের শেষে নুনে তাকিদ  যুক্ত থাকা। উদাহরণঃ ليفعلن

এখন আপনি উদাহরণের দিকে তাকালে বুঝতে পারবেন কদ সিন যা ই যুক্ত হক ওইটা মাজি বা মুজারে হচ্ছে তাই সেটি ফেল।

 

আরবি ব্যাকরণ ফেল ও তার প্রকারসমূহ | আরবি ব্যাকরণ

 

ফেল ও তার প্রকারসমূহ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ 

Leave a Comment