শাফাআত নিয়ে বিস্তারিত আজকের আলোচ্য বিষয়। শাফাআত [ Shafayat ] ক্লাসটি মাদ্রাসার দাখিল [Dakhil] অষ্টম শ্রেণীর [ Dakhil Class 8 ] কুরআন মাজিদ ও তাজভিদ [ Quran Majeed Tajweed ] বিষয়ের পাঠ। কুরআন মাজিদ ও তাজভিদ [ Quran Majeed Tajweed ] বিষয়ের ৩য় অধ্যায়ের ১ম পরিচ্ছেদে পড়ানো হয়।
Table of Contents
শাফাআত নিয়ে বিস্তারিত
শাফায়াত বলতে ইসলামি পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহর নিকট নবি-রাসুলগণের সুপারিশ করাকে বোঝায়। হাশরের ময়দানে আল্লাহর কাছে নবি-রাসুলগণ শাফায়াত করবেন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের সব কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করবেন। এসময় নবি-রাসুল ও পুণ্যবান বান্দাগণ আল্লাহর দরবারে শাফায়াত করবেন। ফলে অনেক পাপীকে মাফ করে দেওয়া হবে। এরপর তাদের জান্নাতে দেওয়া হবে।

শাফায়াতের কারণ
মূলত দুটি কারণে শাফায়াত করে হবে। যথা:
- পাপীদের ক্ষমা করা বা পাপ মার্জনা করার জন্য।
- পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য।
প্রকারভেদ
শাফায়াত দুই ধরনের। যথা:
- শাফায়াতে কুবরা
- শাফায়াতে সুগরা
শাফায়াতে কুবরা
কিয়ামতের দিন যখন মানুষ অসহনীয় দুঃখ-কষ্টে নিপতিত থাকবে তখন আদম, নূহ, মুসা প্রভৃতি নবিদের নিকট উপস্থিত হয়ে শাফায়াতের অনুরোধ করবে। তারা সকলেই অপারগতা প্রকাশ করবে। এসময় সবাই মহানবীর নিকট উপস্থিত হবে। তখন রাসূলুল্লাহ সাজদাহ করবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন। তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন। আল্লাহ তা‘আলা তাকে অনুমতি দিবেন। এরপর রাসূলুল্লাহ (তাদের জন্য) সুপারিশ করবেন। একে শাফায়াতে কুবরা (সর্বশ্রেষ্ঠ শাফায়াত) বলা হয়।
এরূপ শাফায়াতের অধিকার একমাত্র মহানবীর থাকবে। এছাড়াও মুহাম্মদ জান্নাতিগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তায়ালার নিকট সুপারিশ করবেন। এর পরেই জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করতে পারবে।
শাফায়াতে সুগরা
কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। এটাই শাফায়াতে সুগরা। নবি-রাসুল, ফেরেশতা, শহিদ, আলিম, হাফেজ এ শাফায়াতের সুযোগ পাবেন। কুরআন ও সিয়াম (রোজা) শাফায়াত করবে বলেও হাদিসে উল্লেখ আছে।
শাফাআত নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ
- সূরা বাকারা পর্ব ৭ । সূচি । [ গাভী কুরবানী] সূরা নং ২ । পবিত্র কুরআন ।
- নাপাকি এবং নাপাকি থেকে পবিত্রতা অর্জনের উপায়