হুরুফে আমেলা/হরফে জ্বর আজকের আলোচনার বিষয়। “হুরুফে আমেলা/হরফে জ্বর” ক্লাসটি “ইল্মুন নাহ্ব [Ilmun Nahab]” বিষয়ক আজ ১৫তম ক্লাস। আরবির ব্যাকরণকে [Arabic Grammer] বলা হয় “ক্বাওয়াঈদুল লুগাতি”। এটি আবার দুটি ভাগে বিভক্ত। তন্মধ্যে একটি হচ্ছে ‘নাহু-বিদ্যা’ আর অপরটি ‘সরফ-বিদ্যা’।
হুরুফে আমেলা/হরফে জ্বর
হুরুফ হচ্ছে সেই পদান্বয়ী অব্যয় বা Preposition যা কোন শব্দের পূর্বে ব্যবহার না করা পর্যন্ত সেটির তেমন কোন মানে হয় না (Harf is a particle that does not make sense unless there is another word after it) ! তবে হরফ এর আলোচনায় আমাদেরকে ইসমের মত স্টেটাস, লিঙ্গ, বচন সংখ্যা কিংবা প্রকারভেদ ইত্যাদির ঝামেলা পোহাতে হবে না। সে হিসাবে حُرُوف এর Lesson সহজ মনে হবে।

حُرُوف الجَرّ ইংরেজি Prepositions: To, In, With ইত্যাদির মতই। আমরা জানি অব্যয় ( Preposition) ব্যবহার হয় একটি শব্দের সাথে অন্য এক শব্দের সম্পর্ক দেখাতে।
উদাহরণস্বরূপ, “চবিটি গাড়ীর ভিতরে” বা বইটি টেবিলের উপর “….the key is in the car….” or “….the book is on the table….”
আরবি অব্যয় – Preposition গুলোর তালিকা নিচে দেয়া হল।
بِ – with
تَ – (I swear) by
كَ – like
لَِ – for
وَ – (I swear) by
مِنْ – from
فِىْ – in
عَنْ – about/from
عَلَى – on/upon
حَتَى – until
اِلَى – to
- و – ওয়াল্লাহি (আল্লাহর কসম!)
- بِ – বিল্লাহি (আল্লাহর কসম!)
- تَ – তাল্লাহি (আল্লাহর কসম!)
- كَ – (যেমন) kasshamsi সূর্য মত
- لِ – লিল্লাহি (আল্লাহর জন্য)
- فاء -আল্লাহর জন্য
- من -আল্লাহর থেকে من اللهِ
- مع -আল্লাহর সাথে – مع اللهِ
- اِلَى ( দিকে ): ilallahi (আল্লাহর দিকে)
- حَتَى (পর্যন্ত): Hattashamsi (সূর্য পর্যন্ত)
- بين (মধ্যে) bayna (Between): আল- আরদি ওয়া-সামাওয়াতি (পৃথিবী ও আকাশে মধ্যে)
যখন কোন ইসমের আগে حُرُوف الجَرّ ব্যবহার হয় তখন সে ইসমের অবস্থা বা স্টেটাস মজরুর হয়ে যায় এবং এই ইসমের সাথে কাসরা যোগ হয়। এ বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা পাবেন এখানে।

হুরুফে আমেলা/হরফে জ্বর নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ