গানটি হলো “নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া”, যা স্টুডিও গুরুকুল লেবেলের অধীনে প্রকাশিত এবং ইসলামিয়া গুরুকুল দ্বারা প্রযোজিত। এই গজলটির সুর ও গায়কী করেছেন প্রতিভাবান শিল্পী তানভীর হাসান সিরাত। গানটি গভীর আবেগ এবং সুচিত লয়ের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
![নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া [ Noyon Meliya Dekhini Chahiya ] | গজল 2 নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া](https://islamiagoln.com/wp-content/uploads/2024/03/islam.png)
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
সকাল ফুরালো বেলা গড়ালো,
সকাল ফুরালো বেলা গড়ালো,
কেমন করে যে দিন চলে যায়…।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
এ ধরায় যারা.. সাথী ছিল
একে একে সব বিদায় নিল,
এ ধরায় যারা.. সাথী ছিল
একে একে সব বিদায় নিল।
এ কথা আমি..ভাবিনি কখনো,
এ কথা আমি..ভাবিনি কখনো।
মরণ আমার কবে এসে.. যায়…।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
ঐ গোরস্থানে কত মুর্দার রেখে
মাটি ছড়িয়ে.. দিয়েছি ঢেকে,
ঐ গোরস্থানে কত মুর্দার রেখে
মাটি ছড়িয়ে.. দিয়েছি ঢেকে,
এভাবে তোমাকে ঢেকে দিবে, একদিন,
এভাবে তোমাকে ঢেকে দিবে একদিন,
সে দিনকে স্মরন করো সদায়….
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
সকালে বাগানে যে ফুল ফোটে
সাঝের বেলায় তা ঝরেও বটে,
সকালে বাগানে যে ফুল ফোটে
সাঝের বেলায় তা ঝরেও বটে,
এভাবে তোমারও ডুবে যাবে বেলা,
এভাবে তোমারও ডুবে যাবে বেলা,
সেদিন আসে কবে কারো জানা নাই..
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
সকাল ফুরালো বেলা গড়ালো,
সকাল ফুরালো বেলা গড়ালো,
কেমন করে যে দিন চলে যায়…।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়,
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া
মরণ আমার এত কাছে.. হায়…।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নিয়ে বিস্তারিত ঃ