“কি হবে বেঁচে থেকে” (Ki Hobe Beche Theke) একটি হৃদয়স্পর্শী গজল, যা গেয়েছেন তানভীর হাসান সিরাত। ইসলামিয়া গুরুকুল-এর প্রযোজনায় এবং স্টুডিও গুরুকুল-এর লেবেলে প্রকাশিত এই গানটি আত্মিক ভাবনা ও মানবজীবনের গভীর প্রশ্নকে তুলে ধরে। গানটির সুর ও বাণীতে রয়েছে ঈমানি আবেগ ও আধ্যাত্মিক উপলব্ধি, যা শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।
![কি হবে বেচে থেকে [ Ki Hobe Beche Theke ] | গজল 2 কি হবে বেচে থেকে](https://islamiagoln.com/wp-content/uploads/2024/03/islam.png)
কি হবে বেচে থেকে
কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকেকী হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা
যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কী হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো কী হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কী হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে
কী হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে
পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কী হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ঐ না গদি চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ঐ না গদি কী হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কী হবে ধোঁকা দিয়ে আল্লাহকেকী হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে
যেখানে মা-বোনেরা ধর্ষিতা হয় দিনে-রাতে কী হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা-বোনেরা ধর্ষিতা হয় দিনে-রাতে যৌবনের সার্থকতা, ঘুচবে সকল ব্যথা যৌবনের সার্থকতা, ঘুচবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ-রুপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ-রুপী পশুটাকে
কী হবে লেখালেখি, কলমবাজির এই মহড়া
সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কী হবে লেখালেখি, কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ঐ ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ঐ ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে?কী হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে
যদি ঐ খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কী হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে যদি ঐ খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকেকী হবে আকাশ-ছোঁয়া বিলাসবহুল গাড়ি-বাড়ি
না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি কী হবে আকাশ-ছোঁয়া বিলাসবহুল গাড়ি-বাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যবে, মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে, মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ঐ প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ঐ প্রাসাদটাকে
কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকে
অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কী হবে বেঁচে থেকে, কী হবে বেঁচে থেকে
কি হবে বেচে থেকে [ Ki Hobe Beche Theke ] নিয়ে বিস্তারিত ঃ