আয় খতমে রাসুল ফখরে উমাম শাহে মদিনা | গজল

গজল “আয় খতমে রাসুল ফখরে উমাম শাহে মদিনা” স্টুডিও গুরুকুলের ব্যানারে ইসলামিয়া গুরুকুলের প্রযোজনায় প্রকাশিত একটি মানসম্পন্ন সঙ্গীতকর্ম। এই গজলে শিল্পী তানভীর হাসান সিরাত তাঁর সুমধুর কণ্ঠে মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধার অনুভূতি ফুটিয়ে তুলেছেন, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

 

 

নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া

 

আয় খতমে রাসুল ফখরে উমাম শাহে মদিনা

আয় খতমে রাসূল ফখরে উমাম শাহে মদীনা,
দেখ লাদে মুঝে মানজারে গুলযারে মদীনা ।।
আল্লাহনে মাকায়িমে একি কাবা বানায়,
উছ কাবাকা কাবা তেরে মারকাদকো বানায়
হার ছালাম হাজী চলে যা রাহে মদীনা ।।
আল্লাহনে তুমহে আপনেহী মাহবুবে বানায়া,
মেরাজ কি সরকারি খোদায়ীকো দেখায়া
আল্লাহনে বানায়া তুমহে,সুলতানে মদীন ।।
কাওনাঈনে মোখতারে খোদা তুমকো বানায়া,
উম্মত কি নেগাহ বানে খোদা তুমকো বানায়া
হালাহানে মদদগারহে, আনওয়ারে মদীনা ।।

 

 

আয় খতমে রাসুল

 

নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment