“মোস্তফা জানে রহমত পে লাখো সালাম” একটি মনোমুগ্ধকর গজল, যা তানভীর হাসান সিরাতের কণ্ঠে পরিবেশিত। এটি স্টুডিও গুরুকুলের লেবেলে প্রযোজনা করেছে ইসলামিয়া গুরুকুল। গজলটির মাধ্যমে নবী মুহাম্মদ (সা.) এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ফুটে উঠেছে, যা শোনার প্রতি মানুষের হৃদয়ে সান্ত্বনা ও আধ্যাত্মিকতার অনুষঙ্গ যোগায়।
![মোস্তফা জানে রহমত পে লাখো সালাম [ Mustafa Jane Rahmat Pe lakho ] | গজল 2 মোস্তফা জানে রহমত পে](https://islamiagoln.com/wp-content/uploads/2024/03/islam.png)
মোস্তফা জানে রহমত পে লাখো সালাম
মোস্তফা জানে রহমত পে লাখো ছালাম,
শাময়ে বজমে হেদায়াত পে লাখো ছালাম \
মেহ্রে চরখে নবুয়্যত পে রৌশন দরুদ,
গুলে বাগে রিছালাত পে লাখো ছালাম \
জিছ্ ছোহানী ঘড়ি চম্কা তায়বা কা চাঁদ,
উছ্ দিল্ আফরোজে চা’আত পে লাখো ছালা \
জিনকি সেজদে কো মেহ্রাবে কাবা ঝুঁকি,
উন্ ভউ কি লাতাফাত পে লাখো ছালাম \
খালেক নে আপনে নূর ছে মাহবুব কা নূর বানায়া,
উছি রওজায়ে আন্ওয়ার পে লাখো ছালাম \
শবে আছ্রা কে দুলা পে দায়েম দরূদ,
নওশায়ে-বজমে জান্নাত পে লাখো ছালাম \
কিছকো দেখা ইয়ে মুছাছে পূঁছে কুই,
আখোঁ ওয়ালো কি হিম্মত পে লাখো ছালাম \
দূর ও নজদিক কি- ছুননেওয়ালে ওয়ে কান,
কানে লা‘লে কারামত পে লাখো ছালাম \
নূরকে চশমে লেহ্রায়ে দরিয়া বহে,
অংলীউঁকি কারামত পে লাখো ছালাম \
হাত জিছ তরফ উঠা- গণী কর দিয়া,
মৌজে বাহওে ছাখাওয়াত পে লাখো ছালাম \
খায়ী কোরআন নে-খাকে গুজার কি কছম,
উছ্ কাছে পা কি হুরমত পে লাখো ছালাম \
উন্কে মাওলা কে উন্পরÑ কড়োরোঁ দরূদ,
উনকে আছ্হাব ও ইত্রাত পে লাখো ছালাম \
ছাইয়িদা ফাতেমা-জওজায়ে মুর্তজা,
ইয়ানে খাতুনে জান্নাত পে লাখো ছালাম \
শহীদে কারবালা-হুছাইনে মুজতবা,
বে-কছে দশ্ত গোরবত পে লাখো ছালাম \
গাউছে আজম ইমামুত-তুক্বা ওয়ান নুক্বা,
জাল্ওয়ায়ে শানে কুদরত পে লাখো ছালাম \
জিন্কি মিম্বার হুয়ী-গর্দানে আউলিয়া,
উছ্ কদম কি কারামত পে লাখো ছালাম \
ছান্জারী আজমিরী খাজা গরীব নওয়াজ,
উছ্ মুঈনুদ্দিন ও মিল্লাত পে লাখো ছালাম \
নকশায়ে নকশে বন্দ খাজাÑবাহাউদ্দিন,
আওর মুজাদ্দেদে আলফে ছানি পে লাখো ছালাম \
কামেলানে তরিকত পে-কামেল দরূদ,
হামেলানে শরীয়ত পে লাখো ছালাম \
ছাইয়েদী হযরতে কেব্লা-আহমদ রেজা,
ইমামে আহলে ছুন্নাত পে লাখো ছালাম \
ডাল দি কল্ব মে-আজমতে মোস্তফা,
হেক্মতে আ‘লা হযরত পে লাখো ছালাম \
বে হিছাব, কিতাব আওর আজব ও ইতাব,
তা আবাদ আহলে ছুন্নাত পে লাখো ছালাম \
হামারে ওস্তাদ ও মা-বাপ আওর ভাই ও বহিন,
আহলে ওল্দ ও আশিরাত্ পে লাখো ছালাম \
মোস্তফা জানে রহমত পে লাখো সালাম [ Mustafa Jane Rahmat Pe lakho ] নিয়ে বিস্তারিত ঃ